ঢাকা: শ্রীলঙ্কার ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট পড়েছে ৭ টি। যার ৫ টিই নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রতিটি উইকেট নিশ্চয় বাড়তি স্বস্তি দিয়েছে তামিম ইকবালকে। ম্যাচের দুই দিন আগে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই স্পিনারদের পাশেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
স্পিনারদের ওপর তামিমের আস্থার দেখা মেলে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই। মিরাজের হাতে বল তুলে দেন তামিম। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে অধিনায়ককে হতাশ করেননি মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেও ৩ রান দিয়ে শেষ করেন এই অফস্পিনার। রিভিউ ব্যর্থ না হলে, এই ওভারেই পেতে পারতেন কাঙ্ক্ষিত উইকেটের দেখা।
তবে উইকেটে পেতে বেশি সময় নেননি মিরাজ। নিজের তৃতীয় ওভারে বিপজ্জনক হতে থাকা দানুস্কা গুনাতিলাকাকে ফিরতি ক্যাচে ফেরান বাংলাদেশ অফস্পিনার। ১৯ বলে ২১ রান করেন শ্রীলঙ্কান ওপেনার। মিরাজের সঙ্গে বোলিং ওপেন করা তাসকিন আহমেদ অবশ্য এখন পর্যন্ত কিছুটা হতাশ করেছেন। কদিন আগে শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা এই পেসার পাঁচ ওভারে ৩৭ রান দিয়ে এখনো কোনো উইকেট পাননি।
তাসকিন আহমেদ নিষ্প্রভ থাকলেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই আউট করেন তিনে নামা পাথুম নিশাঙ্কাকে। মিড উইকেটে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাঙ্কা।
বাংলাদেশ অধিনায়ক তামিমের মতো একপ্রান্তে আগলে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরারা। মিরাজের বলে বোল্ড হয়ে ৫০ বলে ৩০ রানে ড্রেসিংরুমে ফেরেন পেরেরা।
মিরাজের উইকেটের আগে পেরারা ও মেন্ডিসের ৪১ রানের বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন সাকিব। তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তবে বোলিংয়ে ৮ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
ঢাকা: শ্রীলঙ্কার ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট পড়েছে ৭ টি। যার ৫ টিই নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রতিটি উইকেট নিশ্চয় বাড়তি স্বস্তি দিয়েছে তামিম ইকবালকে। ম্যাচের দুই দিন আগে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই স্পিনারদের পাশেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
স্পিনারদের ওপর তামিমের আস্থার দেখা মেলে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই। মিরাজের হাতে বল তুলে দেন তামিম। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে অধিনায়ককে হতাশ করেননি মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেও ৩ রান দিয়ে শেষ করেন এই অফস্পিনার। রিভিউ ব্যর্থ না হলে, এই ওভারেই পেতে পারতেন কাঙ্ক্ষিত উইকেটের দেখা।
তবে উইকেটে পেতে বেশি সময় নেননি মিরাজ। নিজের তৃতীয় ওভারে বিপজ্জনক হতে থাকা দানুস্কা গুনাতিলাকাকে ফিরতি ক্যাচে ফেরান বাংলাদেশ অফস্পিনার। ১৯ বলে ২১ রান করেন শ্রীলঙ্কান ওপেনার। মিরাজের সঙ্গে বোলিং ওপেন করা তাসকিন আহমেদ অবশ্য এখন পর্যন্ত কিছুটা হতাশ করেছেন। কদিন আগে শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা এই পেসার পাঁচ ওভারে ৩৭ রান দিয়ে এখনো কোনো উইকেট পাননি।
তাসকিন আহমেদ নিষ্প্রভ থাকলেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই আউট করেন তিনে নামা পাথুম নিশাঙ্কাকে। মিড উইকেটে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাঙ্কা।
বাংলাদেশ অধিনায়ক তামিমের মতো একপ্রান্তে আগলে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরারা। মিরাজের বলে বোল্ড হয়ে ৫০ বলে ৩০ রানে ড্রেসিংরুমে ফেরেন পেরেরা।
মিরাজের উইকেটের আগে পেরারা ও মেন্ডিসের ৪১ রানের বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন সাকিব। তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তবে বোলিংয়ে ৮ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫