কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বাংলাদেশ ও পাকিস্তান দল দুটির কাছে ম্যাচের প্রেক্ষাপট ছিল ভিন্ন রকম। সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের। অন্যদিকে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের কাছে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তান গতকাল বাংলাদেশের বিদায় তো নিশ্চিত করেছেই। একই সঙ্গে সেমির আশা বাঁচিয়ে রাখল বাবর আজমের দল।
নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার পরাজয়ে সেমির দৌড় থেকে ছিটকে যেতে থাকে পাকিস্তান। কলকাতায় গতকাল বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৩৯.২ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান। এর পরই সেই বাংলাদেশের লেজের দিকে চিরচেনা ধস। ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা পাকিস্তান ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে ফেলে।
বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট এখন-০.০২৪। অন্যদিকে প্রথম চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটা দলেরই নেট রানরেট প্লাস। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর শেবাগ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের সাবেক এই ব্যাটার ক্রিকবাজকে বলেন, ‘আমি বলব না যে এটা বাংলাদেশের বিপক্ষে কোনো বার্তা ছিল। তারা (বাংলাদেশ) এরই মধ্যে খারাপ খেলা শুরু করেছে। জিতে কোন বার্তা তাদের আপনি দেবেন? হ্যাঁ, ৩২ ওভারে রান তাড়া করায় তা তাদের (পাকিস্তান) নেট রানরেট বাড়াতে সাহায্য করেছে। যদি অন্য দলের নেট রানরেট কম থাকে, তাহলে তাদের সেমিতে উঠতে সাহায্য করবে।’
৪ ও ১১ নভেম্বর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে। যেখানে ৬ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট এবং -১.৬৫২ নেট রানরেট নিয়ে ইংল্যান্ড রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। শেবাগের মতে, পাকিস্তানের এখন বাকি দুই ম্যাচ জয় নিয়ে ভাবা উচিত। ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘পাকিস্তানের এখনো দুটি ম্যাচ খেলতে হবে। একটা বেঙ্গালুরুতে, আরেকটা এখানে (কলকাতায়)। এখানে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যারা বিশ্বকাপে বাজে খেলছে। অন্যদিকে বেঙ্গালুরুতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচ জিতলে পাকিস্তানের সেরা চারে খেলার সম্ভাবনা বাড়বে। পাকিস্তানের মনে করা উচিত যে তাদের বিশ্বকাপ আজ (গতকাল) থেকে শুরু হয়েছে। পরবর্তী দুটি ম্যাচ কীভাবে জেতা যায়, সেদিকে ফোকাস করা উচিত।’
কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বাংলাদেশ ও পাকিস্তান দল দুটির কাছে ম্যাচের প্রেক্ষাপট ছিল ভিন্ন রকম। সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের। অন্যদিকে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের কাছে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তান গতকাল বাংলাদেশের বিদায় তো নিশ্চিত করেছেই। একই সঙ্গে সেমির আশা বাঁচিয়ে রাখল বাবর আজমের দল।
নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার পরাজয়ে সেমির দৌড় থেকে ছিটকে যেতে থাকে পাকিস্তান। কলকাতায় গতকাল বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৩৯.২ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান। এর পরই সেই বাংলাদেশের লেজের দিকে চিরচেনা ধস। ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা পাকিস্তান ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে ফেলে।
বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট এখন-০.০২৪। অন্যদিকে প্রথম চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটা দলেরই নেট রানরেট প্লাস। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর শেবাগ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের সাবেক এই ব্যাটার ক্রিকবাজকে বলেন, ‘আমি বলব না যে এটা বাংলাদেশের বিপক্ষে কোনো বার্তা ছিল। তারা (বাংলাদেশ) এরই মধ্যে খারাপ খেলা শুরু করেছে। জিতে কোন বার্তা তাদের আপনি দেবেন? হ্যাঁ, ৩২ ওভারে রান তাড়া করায় তা তাদের (পাকিস্তান) নেট রানরেট বাড়াতে সাহায্য করেছে। যদি অন্য দলের নেট রানরেট কম থাকে, তাহলে তাদের সেমিতে উঠতে সাহায্য করবে।’
৪ ও ১১ নভেম্বর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে। যেখানে ৬ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট এবং -১.৬৫২ নেট রানরেট নিয়ে ইংল্যান্ড রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। শেবাগের মতে, পাকিস্তানের এখন বাকি দুই ম্যাচ জয় নিয়ে ভাবা উচিত। ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘পাকিস্তানের এখনো দুটি ম্যাচ খেলতে হবে। একটা বেঙ্গালুরুতে, আরেকটা এখানে (কলকাতায়)। এখানে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যারা বিশ্বকাপে বাজে খেলছে। অন্যদিকে বেঙ্গালুরুতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচ জিতলে পাকিস্তানের সেরা চারে খেলার সম্ভাবনা বাড়বে। পাকিস্তানের মনে করা উচিত যে তাদের বিশ্বকাপ আজ (গতকাল) থেকে শুরু হয়েছে। পরবর্তী দুটি ম্যাচ কীভাবে জেতা যায়, সেদিকে ফোকাস করা উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫