নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবিস্মরণীয় জয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল।
বাংলাদেশের ইতিহাস গড়ার মূল রচয়িতা তাসকিন আহমেদ। পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে দীর্ঘদেহী ডানহাতি পেসারই হয়েছেন সিরিজসেরা।
দলের জয়ে বড় অবদান রাখতে পেরে গর্বিত তাসকিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৭ বছর বয়সী ফাস্ট বোলার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম সিরিজের সেরা খেলোয়াড় হলাম। তার চেয়েও বড় ব্যাপার দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথমবার সিরিজ জিতলাম। এই সব মিলিয়ে আমি ভীষণ খুশি ও গর্ব অনুভব করছি।’
বদলে যাওয়ার রহস্য জানাতে গিয়ে নিজের পরিশ্রম আর সতীর্থদের সমর্থনকে বড় করে দেখছেন তাসকিন, ‘আসলে গত দেড় বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি, একই প্রক্রিয়া মেনে চলেছি। আজকেও একই রকম মানসিকতা নিয়ে খেলতে নেমেছি। সবকিছু ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছি ও সফল হয়েছি। প্রতি ম্যাচে অধিনায়ক (তামিম) সমর্থন জুগিয়েছে। আমাকে পরিষ্কার ও সাধারণ একটা দায়িত্ব দিয়েছে—গতি ও আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করা। আমি সেটাই অনুসরণ করেছি। আশা করি ভবিষ্যতেও ভালো করতে পারব।’
দেশের অধিকাংশ উইকেট নিচু ও মন্থর। এমন উইকেটে পেসারদের তেমন কিছুই করার থাকে না। তাসকিনকেও বেশির ভাগ সময় একাদশের বাইরে থাকতে হয়। তবে দক্ষিণ আফ্রিকার গতিময় ও বাউন্সি উইকেটে বোলিং বেশ উপভোগ করেছেন তাসকিন, ‘যখন এখানে খেলতে এসেছি, তখন থেকেই নিজের লেংথ নিয়ে কাজ করেছি। বেসিক ঠিক রেখে বোলিং করেছি। সত্যিই উপভোগ্য ছিল।’
সিরিজসেরা হয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাসকিনের। উইকেটের খিদেও বাড়াতে চাইছেন তিনি, ‘আমার এখনো শিখতে হবে ব্যাটিং বান্ধব ও মন্থর উইকেটে কীভাবে পাঁচ উইকেট নিতে হয়। এটাই আমার পরবর্তী লক্ষ্য।’
অবিস্মরণীয় জয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল।
বাংলাদেশের ইতিহাস গড়ার মূল রচয়িতা তাসকিন আহমেদ। পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে দীর্ঘদেহী ডানহাতি পেসারই হয়েছেন সিরিজসেরা।
দলের জয়ে বড় অবদান রাখতে পেরে গর্বিত তাসকিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৭ বছর বয়সী ফাস্ট বোলার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম সিরিজের সেরা খেলোয়াড় হলাম। তার চেয়েও বড় ব্যাপার দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথমবার সিরিজ জিতলাম। এই সব মিলিয়ে আমি ভীষণ খুশি ও গর্ব অনুভব করছি।’
বদলে যাওয়ার রহস্য জানাতে গিয়ে নিজের পরিশ্রম আর সতীর্থদের সমর্থনকে বড় করে দেখছেন তাসকিন, ‘আসলে গত দেড় বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি, একই প্রক্রিয়া মেনে চলেছি। আজকেও একই রকম মানসিকতা নিয়ে খেলতে নেমেছি। সবকিছু ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছি ও সফল হয়েছি। প্রতি ম্যাচে অধিনায়ক (তামিম) সমর্থন জুগিয়েছে। আমাকে পরিষ্কার ও সাধারণ একটা দায়িত্ব দিয়েছে—গতি ও আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করা। আমি সেটাই অনুসরণ করেছি। আশা করি ভবিষ্যতেও ভালো করতে পারব।’
দেশের অধিকাংশ উইকেট নিচু ও মন্থর। এমন উইকেটে পেসারদের তেমন কিছুই করার থাকে না। তাসকিনকেও বেশির ভাগ সময় একাদশের বাইরে থাকতে হয়। তবে দক্ষিণ আফ্রিকার গতিময় ও বাউন্সি উইকেটে বোলিং বেশ উপভোগ করেছেন তাসকিন, ‘যখন এখানে খেলতে এসেছি, তখন থেকেই নিজের লেংথ নিয়ে কাজ করেছি। বেসিক ঠিক রেখে বোলিং করেছি। সত্যিই উপভোগ্য ছিল।’
সিরিজসেরা হয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাসকিনের। উইকেটের খিদেও বাড়াতে চাইছেন তিনি, ‘আমার এখনো শিখতে হবে ব্যাটিং বান্ধব ও মন্থর উইকেটে কীভাবে পাঁচ উইকেট নিতে হয়। এটাই আমার পরবর্তী লক্ষ্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫