নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরেবাংলায় পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে বুধবার।
সিরিজ সামনে রেখে তিন দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে গতকাল প্রস্তুতিতে নেমে পড়েছে দুই দল। হালকা অনুশীলন আর ফুটবল খেলেই প্রথম দিনটা পার করেছে নিউজিল্যান্ড।
অনুশীলন শেষে দলের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র জানিয়েছেন সিরিজ ঘিরে তাঁর ভাবনার কথা। দ্বিতীয়বার বাংলাদেশে খেলতে আসা ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ বলেছেন, এই কন্ডিশনের সঙ্গে পরিচিত সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের থেকে শিক্ষা নিয়ে তা ফলাতে চান মাঠে। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য সম্পর্কেও অবগত তিনি।
রবীন্দ্রর ভাষ্য, ‘মাত্রই তারা (বাংলাদেশ) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মোস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। তারা সত্যিই অসাধারণ। তাদের কাছ থেকে আমরাও শিখতে পারি এবং বুঝতে পারি যে, নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের থেকে শিখে আমাদের খেলায় কাজে লাগাতে পারব।’
২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন রবীন্দ্র। এখানকার নাভিশ্বাস তোলা আবহাওয়া সম্পর্কে ধারণা জন্মেছিল তখন। এবার তাই তৈরি হয়েই এসেছেন তিনি, ‘জানি, এখানে গরম খুব বেশি। প্রথম ট্রেনিং সেশন সব সময়ই একটু কঠিন। কয়েক দিনের মধ্যেই সবাই বুঝতে পারবে, এখানে কত লিটার পানি পান করতে হবে।’
মিরপুরের উইকেট দেখেও দীক্ষা নিয়েছেন ২১ বছর বয়সী রবীন্দ্র, ‘অস্ট্রেলিয়া সিরিজে গড় ১৩০ রানের মতো ছিল। এখন আমি বুঝতে পারছি (এই পিচে) ইনিংসের মধ্যভাগে এসে রানের গতি কেন শ্লথ হয়ে যায়। এখানে আমাদের রানের চাহিদা একটু কমাতে হবে। যদি তারা (বাংলাদেশের বোলাররা) দুটি ডট বল করে, তাহলে ব্যাপারটিকে স্বাভাবিকভাবে দেখতে হবে। এখানে টিকে থাকাটা জরুরি। থিতু হতে পারলে পুষিয়ে দেওয়া যাবে।’
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরেবাংলায় পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে বুধবার।
সিরিজ সামনে রেখে তিন দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে গতকাল প্রস্তুতিতে নেমে পড়েছে দুই দল। হালকা অনুশীলন আর ফুটবল খেলেই প্রথম দিনটা পার করেছে নিউজিল্যান্ড।
অনুশীলন শেষে দলের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র জানিয়েছেন সিরিজ ঘিরে তাঁর ভাবনার কথা। দ্বিতীয়বার বাংলাদেশে খেলতে আসা ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ বলেছেন, এই কন্ডিশনের সঙ্গে পরিচিত সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের থেকে শিক্ষা নিয়ে তা ফলাতে চান মাঠে। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য সম্পর্কেও অবগত তিনি।
রবীন্দ্রর ভাষ্য, ‘মাত্রই তারা (বাংলাদেশ) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মোস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। তারা সত্যিই অসাধারণ। তাদের কাছ থেকে আমরাও শিখতে পারি এবং বুঝতে পারি যে, নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের থেকে শিখে আমাদের খেলায় কাজে লাগাতে পারব।’
২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন রবীন্দ্র। এখানকার নাভিশ্বাস তোলা আবহাওয়া সম্পর্কে ধারণা জন্মেছিল তখন। এবার তাই তৈরি হয়েই এসেছেন তিনি, ‘জানি, এখানে গরম খুব বেশি। প্রথম ট্রেনিং সেশন সব সময়ই একটু কঠিন। কয়েক দিনের মধ্যেই সবাই বুঝতে পারবে, এখানে কত লিটার পানি পান করতে হবে।’
মিরপুরের উইকেট দেখেও দীক্ষা নিয়েছেন ২১ বছর বয়সী রবীন্দ্র, ‘অস্ট্রেলিয়া সিরিজে গড় ১৩০ রানের মতো ছিল। এখন আমি বুঝতে পারছি (এই পিচে) ইনিংসের মধ্যভাগে এসে রানের গতি কেন শ্লথ হয়ে যায়। এখানে আমাদের রানের চাহিদা একটু কমাতে হবে। যদি তারা (বাংলাদেশের বোলাররা) দুটি ডট বল করে, তাহলে ব্যাপারটিকে স্বাভাবিকভাবে দেখতে হবে। এখানে টিকে থাকাটা জরুরি। থিতু হতে পারলে পুষিয়ে দেওয়া যাবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫