গ্লোবাল সুপার লিগ
ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের অক্টোবর থেকেই সাকিব আল হাসানের পথচলায় এক রকম ‘ফুলস্টপ’ পড়ে গেছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা নিয়মিত নন তিনি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে একটাতে সুযোগ পান তো, অপর টুর্নামেন্টে সুযোগ মেলে না তাঁর।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টুর্নামেন্টের দল এরই মধ্যে রংপুর ঘোষণা করেছে। আজ জিএসএলের জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজি। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে সোহান বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান থাকলে যেকোনো দল অনেক বেশি উপকৃত হবে। সেটা বাংলাদেশ দল গত কয়েক বছর না। অনেক লম্বা সময় ধরেই উপকার পেয়ে আসছে। পরবর্তীতে সে যে দলেই খেলবে, সেই দলেরই উপকার হবে।’
ক্রিকেটের বাইরেও সাকিবের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন। এ কারণে মিরপুরে গত বছরের অক্টোবরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে খেলতে আসতে পারেননি তিনি। আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানিয়েছেন, সাকিবের পরিচয় শুধু ক্রিকেটারই। তানিম বলেন, ‘রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ের সাকিবকে চিনি না। আমাদের তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেভাবেই এগিয়েছি। আশা করি, সেও এই পরিস্থিতি বুঝবে। পরিস্থিতির কারণে হয়তো তাকে আমরা নিতে পারিনি।’
সাকিবকে গ্লোবাল সুপার লিগের দলে না নেওয়ার ব্যাপারে কোনো রকম নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন তানিম। রংপুর রাইডার্সের টেকনিকাল ডিরেক্টর বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি যাবে না, তেমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আমার কাছে মনে হয়, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। কারণ, আমাদের দেশে যে পরিস্থিতি, এমন অবস্থায় সাকিবকে নিলে ফল কী হতে পারে, আমার জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে আমরা ক্রিকেটের মানুষ। ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি।’
১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় মৌসুম। এবারও রংপুর শিরোপা ধরে রাখতে পারবে বলে আশাবাদী সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘গ্লোবাল সুপার লিগে গতবার কেউ আমাদের গুরুত্বই দেয়নি। প্রথম দুই ম্যাচ হারের পর অনেকটা পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। এ বছর চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে। টিম ম্যানেজমেন্ট গত দুই মাস অনেক পরিশ্রম করছে। বিশ্বাস থাকাটা দরকার। সেরাটা দিতে পারলে অবশ্যই আমাদের ভালো কিছু হবে।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন এ বছরের পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের অক্টোবর থেকেই সাকিব আল হাসানের পথচলায় এক রকম ‘ফুলস্টপ’ পড়ে গেছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা নিয়মিত নন তিনি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে একটাতে সুযোগ পান তো, অপর টুর্নামেন্টে সুযোগ মেলে না তাঁর।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টুর্নামেন্টের দল এরই মধ্যে রংপুর ঘোষণা করেছে। আজ জিএসএলের জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজি। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে সোহান বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান থাকলে যেকোনো দল অনেক বেশি উপকৃত হবে। সেটা বাংলাদেশ দল গত কয়েক বছর না। অনেক লম্বা সময় ধরেই উপকার পেয়ে আসছে। পরবর্তীতে সে যে দলেই খেলবে, সেই দলেরই উপকার হবে।’
ক্রিকেটের বাইরেও সাকিবের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন। এ কারণে মিরপুরে গত বছরের অক্টোবরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে খেলতে আসতে পারেননি তিনি। আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানিয়েছেন, সাকিবের পরিচয় শুধু ক্রিকেটারই। তানিম বলেন, ‘রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ের সাকিবকে চিনি না। আমাদের তার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেভাবেই এগিয়েছি। আশা করি, সেও এই পরিস্থিতি বুঝবে। পরিস্থিতির কারণে হয়তো তাকে আমরা নিতে পারিনি।’
সাকিবকে গ্লোবাল সুপার লিগের দলে না নেওয়ার ব্যাপারে কোনো রকম নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন তানিম। রংপুর রাইডার্সের টেকনিকাল ডিরেক্টর বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি যাবে না, তেমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আমার কাছে মনে হয়, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। কারণ, আমাদের দেশে যে পরিস্থিতি, এমন অবস্থায় সাকিবকে নিলে ফল কী হতে পারে, আমার জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে আমরা ক্রিকেটের মানুষ। ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি।’
১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় মৌসুম। এবারও রংপুর শিরোপা ধরে রাখতে পারবে বলে আশাবাদী সোহান। রংপুর অধিনায়ক বলেন, ‘গ্লোবাল সুপার লিগে গতবার কেউ আমাদের গুরুত্বই দেয়নি। প্রথম দুই ম্যাচ হারের পর অনেকটা পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। এ বছর চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে। টিম ম্যানেজমেন্ট গত দুই মাস অনেক পরিশ্রম করছে। বিশ্বাস থাকাটা দরকার। সেরাটা দিতে পারলে অবশ্যই আমাদের ভালো কিছু হবে।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন এ বছরের পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে