নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কদিন ধরেই পিঠের পুরোনো ব্যথা ভোগাচ্ছে তামিম ইকবালকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এখনো তাঁর খেলা নিয়ে দোটানায় আছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সামনে রেখে আজ বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনে অবশ্য এসেছেন তামিম।
তবে অনুশীলন সেশনে যতক্ষণ তামিমের উপস্থিতি ছিল, পুরো সময়েই পিঠের ব্যথা নিয়ে তাঁর চোখেমুখে অস্বস্তি ফুটে উঠেছে। শুরুটা ফিল্ডিং সেশনে। শন ম্যাকডারমটের ছোড়া একটা থ্রো ধরতে গিয়ে তামিম পিঠে ব্যথার তীব্রতা অনুভব করেন। ওই সময় কাছেই ছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। যদিও ওই সময় ফিজিওর সহায়তা নিতে দেখা যায়নি তামিমকে। বরং সরে যেতে বলেন।
ফিল্ডিং সেশন শেষে ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময়ও একই অবস্থা দেখা যায় তামিমের। ব্যাটিংটাও করেছেন হালকা মেজাজে। এরপর ফিরে গেছেন ড্রেসিংরুমে। প্রথমে এক নম্বর নেটে কিছুক্ষণ ব্যাটিং করে এরপর বোলিং প্রান্তে ফিরে আসেন। সেখানে দাঁড়ানো সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে কোমরে হাত দিয়ে বসে পড়েন তিনি।
তামিমের পিঠের অস্বস্তি দেখা গেছে শট খেলার সময়ও। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে পুল করে কোমরে হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকেন তামিম। পেছনের পায়ে খেললেই ব্যথাটা মাথাঝাড়া দিয়ে ওঠায় ফুল লেংথের ডেলিভারি করার নির্দেশনা দিতে দেখা যায় তামিমকে। তামিমের এই অস্বস্তি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অবস্থা পর্যবেক্ষণের জন্য তামিমের এই অনুশীলন। তিনি বলেছেন, ‘অনুশীলন না করলে ব্যথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, ফিজিও-কোচরা দেখছেন।’
কদিন ধরেই পিঠের পুরোনো ব্যথা ভোগাচ্ছে তামিম ইকবালকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এখনো তাঁর খেলা নিয়ে দোটানায় আছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সামনে রেখে আজ বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনে অবশ্য এসেছেন তামিম।
তবে অনুশীলন সেশনে যতক্ষণ তামিমের উপস্থিতি ছিল, পুরো সময়েই পিঠের ব্যথা নিয়ে তাঁর চোখেমুখে অস্বস্তি ফুটে উঠেছে। শুরুটা ফিল্ডিং সেশনে। শন ম্যাকডারমটের ছোড়া একটা থ্রো ধরতে গিয়ে তামিম পিঠে ব্যথার তীব্রতা অনুভব করেন। ওই সময় কাছেই ছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। যদিও ওই সময় ফিজিওর সহায়তা নিতে দেখা যায়নি তামিমকে। বরং সরে যেতে বলেন।
ফিল্ডিং সেশন শেষে ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময়ও একই অবস্থা দেখা যায় তামিমের। ব্যাটিংটাও করেছেন হালকা মেজাজে। এরপর ফিরে গেছেন ড্রেসিংরুমে। প্রথমে এক নম্বর নেটে কিছুক্ষণ ব্যাটিং করে এরপর বোলিং প্রান্তে ফিরে আসেন। সেখানে দাঁড়ানো সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে কোমরে হাত দিয়ে বসে পড়েন তিনি।
তামিমের পিঠের অস্বস্তি দেখা গেছে শট খেলার সময়ও। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে পুল করে কোমরে হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকেন তামিম। পেছনের পায়ে খেললেই ব্যথাটা মাথাঝাড়া দিয়ে ওঠায় ফুল লেংথের ডেলিভারি করার নির্দেশনা দিতে দেখা যায় তামিমকে। তামিমের এই অস্বস্তি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অবস্থা পর্যবেক্ষণের জন্য তামিমের এই অনুশীলন। তিনি বলেছেন, ‘অনুশীলন না করলে ব্যথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, ফিজিও-কোচরা দেখছেন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫