নিজস্ব প্রতিবেদক, সাভার থেকে
চোটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরুর কয়েকটি ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার। তবে মাশরাফিকে ছাড়াও নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রূপগঞ্জ। আগে ব্যাটিং করে নাঈম ইসলামের ৯২ ও সাব্বির রহমানের ঝোড়ো ৪২ রানে ভর করে ২৯১ রানের পুঁজি পায় তারা। সেই লক্ষ্য পেরোতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আজ মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে রূপগঞ্জ। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৪৪ রান তুলতেই ইনিংস গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ১৪৭ রানের বিশাল জয় পায় রূপগঞ্জ। শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি রূপগঞ্জ। দলীয় ৫০ রানের আগেই দুই ওপেনার তানজিদ তামিম ও আব্বাস আলবিকে হারায় দলটি।
তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন রাকিবুল হাসান নয়ন ও নাঈম ইসলাম। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে দায়িত্ব নিয়ে ব্যাট করেন তাঁরা। দুজনের ৮৩ রানের জুটি ভাঙেন আল-আমিন জুনিয়র। ৪৬ রান করা রাকিবুলকে সাজঘরে ফেরান তিনি। চতুর্থ উইকেটে নাঈমকে দারুণ সঙ্গ দেন চিরাগ। ৮৪ রানের এই জুটি ভাঙলে ফেরেন চিরাগ। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান। যদিও শতকের আগেই (৯২) কাজী অনিকের শিকার হন নাঈম।
ব্যাটিংয়ে ঝড় তুলেও অর্ধশতক করতে পারেননি সাব্বির। ২৫ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এতেই ২৯১ রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনার মেহেদী মারুফকে (১) প্রথম ওভারেই ফেরান নাবিল সামাদ। আরেক ওপেনার আরাফাত সানি মৃধা (১৭) থিতু হওয়ার আগেই ফেরেন সাজঘরে। পরের ব্যাটসম্যানরা নিয়মিত আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন।
৪৫ রানে চার উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়া গাজী গ্রুপের হাল ধরেন মাহমুদুল হাসান ও আকবর আলী। তাঁদের ৪৯ রানের জুটি ভাঙলে ফেরেন আকবর। ৩৮ বলে ২৯ রান করেন তিনি। অন্যপ্রান্তে মাহমুদুল করেন ৪৪ বলে ৩৩ রান। শেষের দিকে কেউই দলের বিপর্যয়ে হাল ধরতে পারেনি। ১৪৪ রানে সব কটি উইকেট হারিয়ে থামে গাজী গ্রুপ।
চোটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরুর কয়েকটি ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার। তবে মাশরাফিকে ছাড়াও নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রূপগঞ্জ। আগে ব্যাটিং করে নাঈম ইসলামের ৯২ ও সাব্বির রহমানের ঝোড়ো ৪২ রানে ভর করে ২৯১ রানের পুঁজি পায় তারা। সেই লক্ষ্য পেরোতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আজ মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে রূপগঞ্জ। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৪৪ রান তুলতেই ইনিংস গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ১৪৭ রানের বিশাল জয় পায় রূপগঞ্জ। শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি রূপগঞ্জ। দলীয় ৫০ রানের আগেই দুই ওপেনার তানজিদ তামিম ও আব্বাস আলবিকে হারায় দলটি।
তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন রাকিবুল হাসান নয়ন ও নাঈম ইসলাম। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে দায়িত্ব নিয়ে ব্যাট করেন তাঁরা। দুজনের ৮৩ রানের জুটি ভাঙেন আল-আমিন জুনিয়র। ৪৬ রান করা রাকিবুলকে সাজঘরে ফেরান তিনি। চতুর্থ উইকেটে নাঈমকে দারুণ সঙ্গ দেন চিরাগ। ৮৪ রানের এই জুটি ভাঙলে ফেরেন চিরাগ। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান। যদিও শতকের আগেই (৯২) কাজী অনিকের শিকার হন নাঈম।
ব্যাটিংয়ে ঝড় তুলেও অর্ধশতক করতে পারেননি সাব্বির। ২৫ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এতেই ২৯১ রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনার মেহেদী মারুফকে (১) প্রথম ওভারেই ফেরান নাবিল সামাদ। আরেক ওপেনার আরাফাত সানি মৃধা (১৭) থিতু হওয়ার আগেই ফেরেন সাজঘরে। পরের ব্যাটসম্যানরা নিয়মিত আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন।
৪৫ রানে চার উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়া গাজী গ্রুপের হাল ধরেন মাহমুদুল হাসান ও আকবর আলী। তাঁদের ৪৯ রানের জুটি ভাঙলে ফেরেন আকবর। ৩৮ বলে ২৯ রান করেন তিনি। অন্যপ্রান্তে মাহমুদুল করেন ৪৪ বলে ৩৩ রান। শেষের দিকে কেউই দলের বিপর্যয়ে হাল ধরতে পারেনি। ১৪৪ রানে সব কটি উইকেট হারিয়ে থামে গাজী গ্রুপ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫