টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষ ভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।
এবারের বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন তিনি। এক অঙ্কের গণ্ডিই পেরোতে পারছিলেন না। চোখের সমস্যার কারণে এক ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে খেলেন শুধু বোলার হিসেবে। নিজের সর্বশেষ তিন ইনিংসে সাকিব দুই অঙ্কের ঘরে রান করেছেন। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৬৯ রান। ফিফটি করেন ২০ বলে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা নাসুম আহমেদের ওভার থেকেই সাকিব নিলেন ২৬ রান।
সাকিবের ঝোড়ো ইনিংসই যেন রংপুরের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছে। ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে রংপুর। রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। খুলনার ব্যাটারদের মধ্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে হেলস সংবাদ সম্মেলনে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। হেলস বলেন, ‘দারুণ খেলেছে সাকিব। ২ ওভারে মনে হয় ২৬ রান নিয়েছে। হয়তো সে একারণেই বিশ্বসেরা। দারুণ এক ইনিংস সে খেলেছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিলেও রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩.২ ওভারে দলের স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৪ রান। এই সময় শেখ মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে সাকিব চড়াও হয়েছেন খুলনার বোলারদের ওপর। সাকিব-মেহেদীর একের পর এক চার-ছক্কায় যেন দিশেহারা হয়ে পড়ে খুলনা। তৃতীয় উইকেটে মেহেদী ও সাকিব ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়েছেন। রংপুরের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান তো সাকিবের ব্যাট থেকেই এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী। ৩৬ বলে করেন ৬০ রান। এই জুটির প্রশংসায় হেলস বলেন, ‘অনেক বড় বড় ছক্কা হয়েছে। এই দুজন আজ (গতকাল) দারুণ ছিল। তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষ ভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।
এবারের বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন তিনি। এক অঙ্কের গণ্ডিই পেরোতে পারছিলেন না। চোখের সমস্যার কারণে এক ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে খেলেন শুধু বোলার হিসেবে। নিজের সর্বশেষ তিন ইনিংসে সাকিব দুই অঙ্কের ঘরে রান করেছেন। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৬৯ রান। ফিফটি করেন ২০ বলে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা নাসুম আহমেদের ওভার থেকেই সাকিব নিলেন ২৬ রান।
সাকিবের ঝোড়ো ইনিংসই যেন রংপুরের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছে। ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে রংপুর। রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। খুলনার ব্যাটারদের মধ্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে হেলস সংবাদ সম্মেলনে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। হেলস বলেন, ‘দারুণ খেলেছে সাকিব। ২ ওভারে মনে হয় ২৬ রান নিয়েছে। হয়তো সে একারণেই বিশ্বসেরা। দারুণ এক ইনিংস সে খেলেছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিলেও রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩.২ ওভারে দলের স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৪ রান। এই সময় শেখ মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে সাকিব চড়াও হয়েছেন খুলনার বোলারদের ওপর। সাকিব-মেহেদীর একের পর এক চার-ছক্কায় যেন দিশেহারা হয়ে পড়ে খুলনা। তৃতীয় উইকেটে মেহেদী ও সাকিব ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়েছেন। রংপুরের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান তো সাকিবের ব্যাট থেকেই এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী। ৩৬ বলে করেন ৬০ রান। এই জুটির প্রশংসায় হেলস বলেন, ‘অনেক বড় বড় ছক্কা হয়েছে। এই দুজন আজ (গতকাল) দারুণ ছিল। তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫