২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের দিকে। এমন সময় এক দুর্ঘটনার মুখোমুখি হলেন মোস্তাফিজুর রহমান। বিপিএলের শেষভাগে তার খেলা নিয়েও রয়েছে যদি-কিন্তু।
এবারের বিপিএলে মোস্তাফিজ খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করছিলেন তিনি। নেটে বল করার পর পুনরায় বোলিং করার জন্য নিজের জায়গায় ফেরার সময় ম্যাথিউ ফোর্ডের একটি শট তাঁর (মোস্তাফিজ) মাথায় লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় মোস্তাফিজের অবস্থা কেমন ছিল, সেটা সাংবাদিকদের জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসক বলেন, ‘আমি মোস্তাফিজকে চোটগ্রস্থ অবস্থায় পেয়েছি। আমাদের টিমের আমিসহ সেটা ঠিক করেছি। আমরা সিটি স্ক্যান করেছি। যেহেতু এটা একটা চোট ও পাঁচটার মতো সেলাই লেগেছে। তাই মনে করি, অবশ্যই তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা উচিত।’
চিকিৎসার পর মোস্তাফিজ অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ইম্পেরিয়াল হাসপাতালের চিকিৎসক। তবে সেরে উঠতে একটু সময় লাগবে বলে মনে করেন হাসপাতালের চিকিৎসক। চিকিৎসক বলেন, ‘মাথার চোটের ক্ষেত্রে যেটা হয় সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো জায়গায় ঘূরে যেতে পারে। তবে এখন পর্যন্ত ক্লিনিকালি তার খারাপ কিছু দেখিনি। আমাদের মোস্তাফিজ সাহেব এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার জিসিআই স্কেল ১৫ / ১৫। সিটি স্ক্যানে ভয়ের তেমন কোনো কারণ দেখিনি। ব্রেন ও হাড্ডির বাইরে কিছুটা চোট রয়েছে। তবে ইন্টারক্রেনিয়াল কোনো আঘাত বা চোটের চিহ্ন নেই। ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কাউকে ঝুঁকিমুক্ত বলতে পারি না। এজন্য ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাই। তিনি স্বাভাবিক কথা বলছেন। তবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে ২৪ ঘণ্টা থেকে ৭৪ ঘণ্টা সময় লাগবে।’ অন্যদিকে ১৯,২০, ২৩ ফেব্রুয়ারি তিনদিনই রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচ। এমনকি দলটি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ম্যাচ খেলতে পারবেন কি না সেটা সময়ই বলে দেবে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালোই ছন্দে আছেন মোস্তাফিজ। ৯ ম্যাচে তাঁর উইকেট ১১টি। সেরা বোলিং ৩২ রানে ৩ উইকেট।
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের দিকে। এমন সময় এক দুর্ঘটনার মুখোমুখি হলেন মোস্তাফিজুর রহমান। বিপিএলের শেষভাগে তার খেলা নিয়েও রয়েছে যদি-কিন্তু।
এবারের বিপিএলে মোস্তাফিজ খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করছিলেন তিনি। নেটে বল করার পর পুনরায় বোলিং করার জন্য নিজের জায়গায় ফেরার সময় ম্যাথিউ ফোর্ডের একটি শট তাঁর (মোস্তাফিজ) মাথায় লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় মোস্তাফিজের অবস্থা কেমন ছিল, সেটা সাংবাদিকদের জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসক বলেন, ‘আমি মোস্তাফিজকে চোটগ্রস্থ অবস্থায় পেয়েছি। আমাদের টিমের আমিসহ সেটা ঠিক করেছি। আমরা সিটি স্ক্যান করেছি। যেহেতু এটা একটা চোট ও পাঁচটার মতো সেলাই লেগেছে। তাই মনে করি, অবশ্যই তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা উচিত।’
চিকিৎসার পর মোস্তাফিজ অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ইম্পেরিয়াল হাসপাতালের চিকিৎসক। তবে সেরে উঠতে একটু সময় লাগবে বলে মনে করেন হাসপাতালের চিকিৎসক। চিকিৎসক বলেন, ‘মাথার চোটের ক্ষেত্রে যেটা হয় সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো জায়গায় ঘূরে যেতে পারে। তবে এখন পর্যন্ত ক্লিনিকালি তার খারাপ কিছু দেখিনি। আমাদের মোস্তাফিজ সাহেব এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার জিসিআই স্কেল ১৫ / ১৫। সিটি স্ক্যানে ভয়ের তেমন কোনো কারণ দেখিনি। ব্রেন ও হাড্ডির বাইরে কিছুটা চোট রয়েছে। তবে ইন্টারক্রেনিয়াল কোনো আঘাত বা চোটের চিহ্ন নেই। ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কাউকে ঝুঁকিমুক্ত বলতে পারি না। এজন্য ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাই। তিনি স্বাভাবিক কথা বলছেন। তবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে ২৪ ঘণ্টা থেকে ৭৪ ঘণ্টা সময় লাগবে।’ অন্যদিকে ১৯,২০, ২৩ ফেব্রুয়ারি তিনদিনই রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচ। এমনকি দলটি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ম্যাচ খেলতে পারবেন কি না সেটা সময়ই বলে দেবে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালোই ছন্দে আছেন মোস্তাফিজ। ৯ ম্যাচে তাঁর উইকেট ১১টি। সেরা বোলিং ৩২ রানে ৩ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫