ক্রীড়া ডেস্ক
দ্বিপক্ষীয় সিরিজেই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। আইসিসির ইভেন্ট হলে সেই উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। ম্যাচের আগে ও পরে সামাজিকমাধ্যমে দুই দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে চলে তর্কযুদ্ধ। নাজমুল হোসেন শান্ত অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে চান না।
২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ৮ বছর পর দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের অভিযান। টুর্নামেন্ট শুরুর আগে নাজমুল হোসেন শান্তর সেই ‘চ্যাম্পিয়ন’ কথা নিয়ে এখনো চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। এছাড়া ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই ভারতকে এগিয়ে রাখছেন এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে।
যে যা-ই বলুন, ভারতের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ খেলতে নামছে সুখস্মৃতি নিয়ে। ভারতের বিপক্ষে সবশেষ ৫ ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ জিতেছে ভারত। মুখোমুখি লড়াইয়ের বাইরে অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে। ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করার সুখস্মৃতি নিয়ে যাচ্ছে ভারত। অন্যদিকে বাংলাদেশের এই সংস্করণ ‘প্রিয়’ হলেও আশাবাদী হওয়ার মতো সম্প্রতি কিছু করতে পারেনি। শান্ত আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সব সময় তো উত্তেজনা থাকে। আমার মনে হয় ক্রিকেটাররা এটা নিয়ে এতটা ভাবে না। পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে, সেদিকেই মনোযোগ দেয়। মাঠে যত ঠাণ্ডা থাকা যায়, সেটা নিয়ে চিন্তা করে সবাই।’
দুবাইয়ে ওয়ানডে সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। এই মাঠে তিন ওয়ানডে খেলে জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ২ ম্যাচ। শান্তর মতে ভারতকে হারাতে হলে সেরাটাই দিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি, আমাদের সব বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এই সংস্করণটি বেশ কিছু বছর ধরে খেলছি এবং ভালো অবস্থানে আছি। কন্ডিশনের ব্যাপারে আপনি ঠিক বলেছেন। আমরা পরিচিত। এখানে কীভাবে খেলতে হবে এবং কী করলে জয় পাওয়া সম্ভব, সেটা জানি।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলা সম্ভব না বলে কদিন আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। কারণ, ভারতের পাশাপাশি ‘এ’ গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে গতকাল ক্রিকবাজে এক আলোচনায় বাংলাদেশকে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ উপাধি দিয়েছিলেন মুরালি কার্তিক।
কঠিন গ্রুপ হলেও শান্ত বাংলাদেশ দলকে নিয়ে আশার কথা শুনিয়েছেন আজ সংবাদ সম্মেলনে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমাদের গ্রুপটি কঠিন। টুর্নামেন্টের আট দলই বেশ শক্তিশালী। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড—সবগুলোর বিপক্ষেই আমাদের ভালো স্মৃতি আছে। কয়েকটি ম্যাচ আমরা জিতেছি, যেমন গত বছর (২০২২ সালে) ভারতের বিপক্ষে নিজেদের মাঠে জয় পেয়েছিলাম। তবে এসব এখন অতীত। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আগামীকালের ম্যাচ আমাদের জন্য ইতিবাচক হবে।’
আরও পড়ুন:
দ্বিপক্ষীয় সিরিজেই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। আইসিসির ইভেন্ট হলে সেই উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। ম্যাচের আগে ও পরে সামাজিকমাধ্যমে দুই দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে চলে তর্কযুদ্ধ। নাজমুল হোসেন শান্ত অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে চান না।
২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ৮ বছর পর দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের অভিযান। টুর্নামেন্ট শুরুর আগে নাজমুল হোসেন শান্তর সেই ‘চ্যাম্পিয়ন’ কথা নিয়ে এখনো চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। এছাড়া ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই ভারতকে এগিয়ে রাখছেন এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে।
যে যা-ই বলুন, ভারতের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ খেলতে নামছে সুখস্মৃতি নিয়ে। ভারতের বিপক্ষে সবশেষ ৫ ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ জিতেছে ভারত। মুখোমুখি লড়াইয়ের বাইরে অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে। ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করার সুখস্মৃতি নিয়ে যাচ্ছে ভারত। অন্যদিকে বাংলাদেশের এই সংস্করণ ‘প্রিয়’ হলেও আশাবাদী হওয়ার মতো সম্প্রতি কিছু করতে পারেনি। শান্ত আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সব সময় তো উত্তেজনা থাকে। আমার মনে হয় ক্রিকেটাররা এটা নিয়ে এতটা ভাবে না। পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে, সেদিকেই মনোযোগ দেয়। মাঠে যত ঠাণ্ডা থাকা যায়, সেটা নিয়ে চিন্তা করে সবাই।’
দুবাইয়ে ওয়ানডে সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। এই মাঠে তিন ওয়ানডে খেলে জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ২ ম্যাচ। শান্তর মতে ভারতকে হারাতে হলে সেরাটাই দিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি, আমাদের সব বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এই সংস্করণটি বেশ কিছু বছর ধরে খেলছি এবং ভালো অবস্থানে আছি। কন্ডিশনের ব্যাপারে আপনি ঠিক বলেছেন। আমরা পরিচিত। এখানে কীভাবে খেলতে হবে এবং কী করলে জয় পাওয়া সম্ভব, সেটা জানি।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলা সম্ভব না বলে কদিন আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। কারণ, ভারতের পাশাপাশি ‘এ’ গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে গতকাল ক্রিকবাজে এক আলোচনায় বাংলাদেশকে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ উপাধি দিয়েছিলেন মুরালি কার্তিক।
কঠিন গ্রুপ হলেও শান্ত বাংলাদেশ দলকে নিয়ে আশার কথা শুনিয়েছেন আজ সংবাদ সম্মেলনে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমাদের গ্রুপটি কঠিন। টুর্নামেন্টের আট দলই বেশ শক্তিশালী। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড—সবগুলোর বিপক্ষেই আমাদের ভালো স্মৃতি আছে। কয়েকটি ম্যাচ আমরা জিতেছি, যেমন গত বছর (২০২২ সালে) ভারতের বিপক্ষে নিজেদের মাঠে জয় পেয়েছিলাম। তবে এসব এখন অতীত। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আগামীকালের ম্যাচ আমাদের জন্য ইতিবাচক হবে।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে