সবুজ উইকেটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা । প্রথম দিনে চ্যালেঞ্জ উতরে ভালোভাবেই জবাব দিচ্ছিলেন তামিম ইকবাল। দারুণ খেলতে থাকা বাংলাদেশি ওপেনার আশা জাগিয়েও সেঞ্চুরি মিস করেছেন। তবে তামিমের ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শান্তর সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০২।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ । দলীয় ৮ রানে ডাক মেরে আউট হন ওপেনার সাইফ হাসান। বিশ্ব ফার্নাদোর বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার। শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। শুরুর ধাক্কা সামলে তামিম-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটিতে যোগ করেন ১৪৪ রান।
এরপরের গল্পটা শান্ত-মুমিনুলের। গল্পের পার্শ্বচরিত্র যদি মুমিনুল হয়, নায়ক নিঃসন্দেহে নাজমুল । ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা লাল দুই বলেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন । এর আগের ৬ টেস্টের ১১ ইনিংসে ফিফটি পেয়েছিলেন মাত্র একটি। অবশেষে নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন পাল্লেকেল্লে টেস্ট। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১২৬ রানে। ৬৪ রানে অপরাজিত অধিনায়ক মুমিনুল হক।
সেঞ্চুরি পেতে পারতেন তামিম ইকবালও। শুরু থেকেই সামনের পায়ে দারুণ খেলছিলেন বাংলাদেশ ওপেনার । তামিমের মতো বাংলাদেশ দলের স্কোরও পাল্লা দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। দলীয় ১৫২ রানে বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে লাহিরু থিরিমান্নে ধরা পড়েন তামিম। অফ স্ট্যাম্পের বাইরে বলটা খেলতে না পারার খেসারত দিতে হয়েছে সেঞ্চুরি হাতছাড়া করে । ১০১ বলে ১৫ চারে ৯০ করে ফিরেছেন তামিম। শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।
সবুজ উইকেটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা । প্রথম দিনে চ্যালেঞ্জ উতরে ভালোভাবেই জবাব দিচ্ছিলেন তামিম ইকবাল। দারুণ খেলতে থাকা বাংলাদেশি ওপেনার আশা জাগিয়েও সেঞ্চুরি মিস করেছেন। তবে তামিমের ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শান্তর সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০২।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ । দলীয় ৮ রানে ডাক মেরে আউট হন ওপেনার সাইফ হাসান। বিশ্ব ফার্নাদোর বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার। শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। শুরুর ধাক্কা সামলে তামিম-শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটিতে যোগ করেন ১৪৪ রান।
এরপরের গল্পটা শান্ত-মুমিনুলের। গল্পের পার্শ্বচরিত্র যদি মুমিনুল হয়, নায়ক নিঃসন্দেহে নাজমুল । ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা লাল দুই বলেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন । এর আগের ৬ টেস্টের ১১ ইনিংসে ফিফটি পেয়েছিলেন মাত্র একটি। অবশেষে নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন পাল্লেকেল্লে টেস্ট। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১২৬ রানে। ৬৪ রানে অপরাজিত অধিনায়ক মুমিনুল হক।
সেঞ্চুরি পেতে পারতেন তামিম ইকবালও। শুরু থেকেই সামনের পায়ে দারুণ খেলছিলেন বাংলাদেশ ওপেনার । তামিমের মতো বাংলাদেশ দলের স্কোরও পাল্লা দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। দলীয় ১৫২ রানে বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে লাহিরু থিরিমান্নে ধরা পড়েন তামিম। অফ স্ট্যাম্পের বাইরে বলটা খেলতে না পারার খেসারত দিতে হয়েছে সেঞ্চুরি হাতছাড়া করে । ১০১ বলে ১৫ চারে ৯০ করে ফিরেছেন তামিম। শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫