নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুযোগ পেলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো অবদান রাখতে পারেন মেহেদী হাসান মিরাজ, এমন দৃষ্টান্ত অনেকবারই দেখিয়েছেন তিনি। ক্যারিয়ারের এ পর্যন্ত অধিকাংশ ম্যাচেই তাঁর ব্যাটিং পজিশনটা লোয়ার অর্ডারে। তবে দলের প্রয়োজনে মাঝে মাঝে ওপেনিংয়েও ব্যাটিং করেছেন এই অলরাউন্ডার।
আজ আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ‘মেকশিফট’ ওপেনারের ভূমিকায় খেলেছেন মিরাজ। অসাধারণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ফজল হক ফারুকি-রশিদ খানদের শক্তিশালী বোলিং আক্রমণ মোকাবিলা করে ১১৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। শেষ পর্যন্ত ১১৯ বলে ১১২ রান করে অবসরে যান তিনি।
গত বছর মিরপুরে ভারতের বিপক্ষে করেছিলেন প্রথম সেঞ্চুরি। দলের চাপের সময়ে ৮৩ বলে ১০০ রান করে বাংলাদেশকে এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং পুঁজি। পরে দলও জিতেছিল ৫ রানে। ওই ম্যাচে বোলিংয়ে ৪৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেবার ব্যাটিং-বোলিংয়ে এক মিরাজের কাছেই সিরিজ হেরেছিল ভারত।
আজ আফগানদের বিপক্ষে মিরাজের অসাধারণ ব্যাটিং দেখে রবিচন্দ্রন অশ্বিন মন্তব্য করলেন, ‘এটি বাংলাদেশের জন্য বড় সংযোজন। ভারতের বিপক্ষে সেঞ্চুরির ম্যাচে মিরাজের পারফরম্যান্সের স্ক্রিনশট দিয়ে অশ্বিন টুইট করলেন, ‘ব্যাটার মেহেদি হাসানের উত্থান বাংলাদেশের জন্য একটি বড় সংযোজন। এটা সত্যিই বাংলাদেশের (ব্যাটিং) লাইনআপকে আরও ভারসাম্য এনে দেয়, তারা সত্যিই ভালো শুরু করেছে।’
ক্যারিয়ারের অধিকাংশ ম্যাচেই ৭-৮ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মিরাজ। অশ্বিন মনে করেন গত এক বছরে টিম ম্যানেজমেন্ট তাঁর ব্যাটিং দক্ষতাকে মূল্য দিয়েছে বলেই এর সুফল পাচ্ছে। ভারতীয় এই স্পিন অলরাউন্ডার বলেন, ‘গত ১২ মাস ধরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার (মিরাজের) ব্যাটিং দক্ষতাকে মূল্য দিয়েছে এবং এই ম্যাচের পরে আরও বেশি করে… (দেবে)।’
সুযোগ পেলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো অবদান রাখতে পারেন মেহেদী হাসান মিরাজ, এমন দৃষ্টান্ত অনেকবারই দেখিয়েছেন তিনি। ক্যারিয়ারের এ পর্যন্ত অধিকাংশ ম্যাচেই তাঁর ব্যাটিং পজিশনটা লোয়ার অর্ডারে। তবে দলের প্রয়োজনে মাঝে মাঝে ওপেনিংয়েও ব্যাটিং করেছেন এই অলরাউন্ডার।
আজ আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ‘মেকশিফট’ ওপেনারের ভূমিকায় খেলেছেন মিরাজ। অসাধারণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ফজল হক ফারুকি-রশিদ খানদের শক্তিশালী বোলিং আক্রমণ মোকাবিলা করে ১১৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। শেষ পর্যন্ত ১১৯ বলে ১১২ রান করে অবসরে যান তিনি।
গত বছর মিরপুরে ভারতের বিপক্ষে করেছিলেন প্রথম সেঞ্চুরি। দলের চাপের সময়ে ৮৩ বলে ১০০ রান করে বাংলাদেশকে এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং পুঁজি। পরে দলও জিতেছিল ৫ রানে। ওই ম্যাচে বোলিংয়ে ৪৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেবার ব্যাটিং-বোলিংয়ে এক মিরাজের কাছেই সিরিজ হেরেছিল ভারত।
আজ আফগানদের বিপক্ষে মিরাজের অসাধারণ ব্যাটিং দেখে রবিচন্দ্রন অশ্বিন মন্তব্য করলেন, ‘এটি বাংলাদেশের জন্য বড় সংযোজন। ভারতের বিপক্ষে সেঞ্চুরির ম্যাচে মিরাজের পারফরম্যান্সের স্ক্রিনশট দিয়ে অশ্বিন টুইট করলেন, ‘ব্যাটার মেহেদি হাসানের উত্থান বাংলাদেশের জন্য একটি বড় সংযোজন। এটা সত্যিই বাংলাদেশের (ব্যাটিং) লাইনআপকে আরও ভারসাম্য এনে দেয়, তারা সত্যিই ভালো শুরু করেছে।’
ক্যারিয়ারের অধিকাংশ ম্যাচেই ৭-৮ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মিরাজ। অশ্বিন মনে করেন গত এক বছরে টিম ম্যানেজমেন্ট তাঁর ব্যাটিং দক্ষতাকে মূল্য দিয়েছে বলেই এর সুফল পাচ্ছে। ভারতীয় এই স্পিন অলরাউন্ডার বলেন, ‘গত ১২ মাস ধরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার (মিরাজের) ব্যাটিং দক্ষতাকে মূল্য দিয়েছে এবং এই ম্যাচের পরে আরও বেশি করে… (দেবে)।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫