অল্প পুঁজিতে ম্যাচ কীভাবে জমে ওঠে, সেটাই দেখা গেল মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে। পেন্ডুলামের মতো একবার বাংলাদেশের দিকে, আরেকবার ভারতের দিকে হেলে পড়ছিল ম্যাচটা। ৩ উইকেটের জয় নিয়ে শেষ হাসি হাসে ভারত। জিতেও রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, স্বাগতিকেরা (বাংলাদেশ) তাদের বেশ চাপে রেখেছিল।
দ্বিতীয় টেস্ট জিততে ভারতের লক্ষ্য ছিল ১৪৫ রান। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতে চোখে সর্ষেফুল দেখছিলেন ভারতীয় ব্যাটাররা। স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই ৭ উইকেট হারায় ভারতীয়রা। ৯ নম্বর ব্যাটার হিসেবে উইকেটে এসে ৬২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন অশ্বিন। ব্যাটিংয়ের পাশাপাশি এই টেস্টে বোলিংয়ে ১৩৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
শ্বাসরুদ্ধকর এই জয়ে বাংলাদেশকেও কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের এই অফস্পিনার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ভালো খেলেছে। তারা ভালো বোলিং করেছে। স্বাগতিকেরা আমাদের বেশ চাপে রেখেছিল।’
৭১ রানে ৬ উইকেট হারানোর পর উইকেটে আসেন শ্রেয়াস আইয়ার। আইয়ার আসার অল্প সময়ের মধ্যেই বিদায় নেন ৩৪ রান করা অক্ষর প্যাটেল। তখন ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৪ রান। অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াসের সঙ্গে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অশ্বিন। শ্রেয়াসের ২৯ রানের ইনিংসেরও প্রশংসা করেন তিনি। ভারতের এই অফস্পিনার বলেন, ‘পিচ দারুণ ছিল। আমি উইকেটে গিয়ে শ্রেয়াসের সঙ্গে জুটি গড়তে চেয়েছিলাম। শ্রেয়াস দারুণ ব্যাটিং করেছে।’
অল্প পুঁজিতে ম্যাচ কীভাবে জমে ওঠে, সেটাই দেখা গেল মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে। পেন্ডুলামের মতো একবার বাংলাদেশের দিকে, আরেকবার ভারতের দিকে হেলে পড়ছিল ম্যাচটা। ৩ উইকেটের জয় নিয়ে শেষ হাসি হাসে ভারত। জিতেও রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, স্বাগতিকেরা (বাংলাদেশ) তাদের বেশ চাপে রেখেছিল।
দ্বিতীয় টেস্ট জিততে ভারতের লক্ষ্য ছিল ১৪৫ রান। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতে চোখে সর্ষেফুল দেখছিলেন ভারতীয় ব্যাটাররা। স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই ৭ উইকেট হারায় ভারতীয়রা। ৯ নম্বর ব্যাটার হিসেবে উইকেটে এসে ৬২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন অশ্বিন। ব্যাটিংয়ের পাশাপাশি এই টেস্টে বোলিংয়ে ১৩৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
শ্বাসরুদ্ধকর এই জয়ে বাংলাদেশকেও কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের এই অফস্পিনার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ভালো খেলেছে। তারা ভালো বোলিং করেছে। স্বাগতিকেরা আমাদের বেশ চাপে রেখেছিল।’
৭১ রানে ৬ উইকেট হারানোর পর উইকেটে আসেন শ্রেয়াস আইয়ার। আইয়ার আসার অল্প সময়ের মধ্যেই বিদায় নেন ৩৪ রান করা অক্ষর প্যাটেল। তখন ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৪ রান। অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াসের সঙ্গে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অশ্বিন। শ্রেয়াসের ২৯ রানের ইনিংসেরও প্রশংসা করেন তিনি। ভারতের এই অফস্পিনার বলেন, ‘পিচ দারুণ ছিল। আমি উইকেটে গিয়ে শ্রেয়াসের সঙ্গে জুটি গড়তে চেয়েছিলাম। শ্রেয়াস দারুণ ব্যাটিং করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫