অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’
বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মোহাম্মদ সালাহউদ্দিনের কাজ করাটা নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের কোচিং সেটাপে থাকার পাশাপাশি বিসিবির একাডেমিতেও কাজ করেছেন। এবার তিনি ফিরলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়ে। মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে বিসিবির কথা উল্লেখ করেছেন।
২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাহউদ্দিন। ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি। ২০২৫ এর মার্চ পর্যন্ত বিসিবি তাঁর সঙ্গে চুক্তি করেছে। সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাহউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত, তখন তিনি মিরপুরে লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’
বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫