নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানের পাহাড় তাড়া করতে হবে। সেই মানসিকতা নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ক্রিস ওকসের বলে বাউন্ডারির হ্যাটট্রিক করে, লিটন দাস তো সেই ধারণাই দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারেই বিপরীত চিত্র।
রিস টপলি বোলিং আক্রমণে এসে টপাটপ ড্রেসিংরুমে ফিরিয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। ওভারের চতুর্থ বলেই জনি বেয়ারস্টোকে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লেংথের হালকা আউটসুইং বল তামিমের ব্যাট ছুঁয়ে বেয়ারস্টোর হাতে জমা পড়ে। ওয়ানডে সংস্করণে এই ইংলিশ ক্রিকেটারের ১০০তম ক্যাচ ছিল এটি।
উইকেটে এসেই পরের বলে ফিরেছেন শান্ত। দারুণ ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন অসাধারণ এক ফিফটি। আজ ফিরেছেন গোল্ডেন ডাকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ষষ্ঠ ওভারে সাকিবকেও বোল্ড করেছেন ইংলিশ পেসার টপলি। ৯ বলে ১ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৪ ওভারে ৩ উইকেটে ২৬ রান।
এর আগে ডেভিড মালানের বিধ্বংসী সেঞ্চুরি, জনি বেয়ারস্টো ও জো রুটের ফিফটিতে বাংলাদেশকে ৩৬৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ৯ উইকেটে ৩৬৪ রান সংগ্রহ করেছে তারা। ওয়ানডে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর।
৪০০ রানের আভাসই দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ ৬৬ রানে ৬ উইকেট হারালে সেটি আর সম্ভব হয়নি। ৪০ ওভারেই ইংলিশরা স্কোর সুসংহত করেছিল। শেষ দিকে শরীফুল ইসলাম-শেখ মেহেদী হাসানরা দ্রুত কয়েক উইকেট নিলেও সেটি কেবল সান্ত্বনারই। ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় করেছেন ১৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মালান।
জিততে হলে ইতিহাস গড়তে হবে সাকিবদের। বিশ্বকাপ কিংবা ওয়ানডেতে ৩২১ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
রানের পাহাড় তাড়া করতে হবে। সেই মানসিকতা নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ক্রিস ওকসের বলে বাউন্ডারির হ্যাটট্রিক করে, লিটন দাস তো সেই ধারণাই দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারেই বিপরীত চিত্র।
রিস টপলি বোলিং আক্রমণে এসে টপাটপ ড্রেসিংরুমে ফিরিয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। ওভারের চতুর্থ বলেই জনি বেয়ারস্টোকে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লেংথের হালকা আউটসুইং বল তামিমের ব্যাট ছুঁয়ে বেয়ারস্টোর হাতে জমা পড়ে। ওয়ানডে সংস্করণে এই ইংলিশ ক্রিকেটারের ১০০তম ক্যাচ ছিল এটি।
উইকেটে এসেই পরের বলে ফিরেছেন শান্ত। দারুণ ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন অসাধারণ এক ফিফটি। আজ ফিরেছেন গোল্ডেন ডাকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ষষ্ঠ ওভারে সাকিবকেও বোল্ড করেছেন ইংলিশ পেসার টপলি। ৯ বলে ১ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৪ ওভারে ৩ উইকেটে ২৬ রান।
এর আগে ডেভিড মালানের বিধ্বংসী সেঞ্চুরি, জনি বেয়ারস্টো ও জো রুটের ফিফটিতে বাংলাদেশকে ৩৬৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ৯ উইকেটে ৩৬৪ রান সংগ্রহ করেছে তারা। ওয়ানডে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর।
৪০০ রানের আভাসই দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ ৬৬ রানে ৬ উইকেট হারালে সেটি আর সম্ভব হয়নি। ৪০ ওভারেই ইংলিশরা স্কোর সুসংহত করেছিল। শেষ দিকে শরীফুল ইসলাম-শেখ মেহেদী হাসানরা দ্রুত কয়েক উইকেট নিলেও সেটি কেবল সান্ত্বনারই। ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় করেছেন ১৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মালান।
জিততে হলে ইতিহাস গড়তে হবে সাকিবদের। বিশ্বকাপ কিংবা ওয়ানডেতে ৩২১ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫