টেস্টে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে। সৌরভ গাঙ্গুলী গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না। তবে শুবমান গিল কথা বলেছেন ভিন্ন সুরে।
যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না, সেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর খোদ পাকিস্তানের ক্রিকেটারসহ ভারত-ইংল্যান্ডের ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। পাকিস্তান দুর্গ জয় করে নাজমুল হোসেন শান্তরা এবার যাবেন ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরেফিরে আলোচনায় আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা। জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে গিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাকিস্তানে সত্যিই অসাধারণ।’
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। যেখানে ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বাঁচিয়েছেন লিটন ও মিরাজ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথমবারের মতো ১০ উইকেট। বাংলাদেশকে টেস্টে সামলানোর টোটকা দিলেন গিল, ‘তাদের পেসার ও মিডল অর্ডার ব্যাটাররা চাপ যেভাবে সামলেছেন, সেটা খাটো করে দেখার সুযোগ নেই। আমার মতে দারুণ লড়াই হবে।’
২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে গিল চার সেঞ্চুরি করেছেন। যার দুটিই এসেছে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ বছরের শুরুতে। দুর্দান্ত ছন্দ গিল ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় এই ব্যাটার। পাশাপাশি তাঁর ক্যারিয়ারের দুর্বল দিকের কথাও উল্লেখ করেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি যখন তিন নম্বরে ব্যাটিং করেছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো করছিলাম। ২০ ও ৩০-এর ঘরে রান করতাম। তবে সেগুলো বড় স্কোরে রূপ দিতে পারতাম না। যখন ফিরেছি, জানতাম যে পারফরম্যান্স ভালো করতে হবে। সামনে এগিয়ে যেতে চাই। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে চাই।’
টেস্টে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে। সৌরভ গাঙ্গুলী গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না। তবে শুবমান গিল কথা বলেছেন ভিন্ন সুরে।
যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না, সেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর খোদ পাকিস্তানের ক্রিকেটারসহ ভারত-ইংল্যান্ডের ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। পাকিস্তান দুর্গ জয় করে নাজমুল হোসেন শান্তরা এবার যাবেন ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরেফিরে আলোচনায় আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা। জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে গিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাকিস্তানে সত্যিই অসাধারণ।’
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। যেখানে ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বাঁচিয়েছেন লিটন ও মিরাজ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথমবারের মতো ১০ উইকেট। বাংলাদেশকে টেস্টে সামলানোর টোটকা দিলেন গিল, ‘তাদের পেসার ও মিডল অর্ডার ব্যাটাররা চাপ যেভাবে সামলেছেন, সেটা খাটো করে দেখার সুযোগ নেই। আমার মতে দারুণ লড়াই হবে।’
২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে গিল চার সেঞ্চুরি করেছেন। যার দুটিই এসেছে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ বছরের শুরুতে। দুর্দান্ত ছন্দ গিল ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় এই ব্যাটার। পাশাপাশি তাঁর ক্যারিয়ারের দুর্বল দিকের কথাও উল্লেখ করেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি যখন তিন নম্বরে ব্যাটিং করেছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো করছিলাম। ২০ ও ৩০-এর ঘরে রান করতাম। তবে সেগুলো বড় স্কোরে রূপ দিতে পারতাম না। যখন ফিরেছি, জানতাম যে পারফরম্যান্স ভালো করতে হবে। সামনে এগিয়ে যেতে চাই। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫