টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে ভূপাতিত করেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুল হকের দল ৮ উইকেটের জয়ে আজ ইতিহাস গড়েছে।
রোমাঞ্চকর এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশ দলকে নিয়ে উন্মাতাল। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল, এমনকি নিউজিল্যান্ডের সমর্থকেরাও উচ্ছ্বসিত বাংলাদেশের জয়ে। এক কথায়, ইবাদতদের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অ্যাশেজের ফাঁকে নজর রেখেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টেও। বাংলাদেশের জয়ের আগমুহূর্তে তাঁর টুইট, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের অবিশ্বাস্য পারফরম্যান্স ...!! যদি তারা লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা হবে টেস্ট ইতিহাসের সেরা জয়গুলোর একটি!! একাধিক সিনিয়র খেলোয়াড় না থাকায় সীমিত সক্ষমতা নিয়েই তাদের লড়তে হচ্ছে।’
পরে জয়ের সঙ্গে সঙ্গে আরেকটি টুইট করেছেন ভন। করতালির ইমোজি দিয়ে লিখেছেন, ‘গৌরবান্বিত বাংলাদেশ।’
আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস তাদের অফিশিয়াল টুইটার পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট এই দিন কখনো ভুলবে না।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের পরিসংখ্যানবিষয়ক সম্পাদক দিপু নারায়ণান লিখেছেন, ‘বাংলাদেশ সব অঘটনের জননী। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে তারা। এশিয়ার প্রথম দল হিসেবে এক দশকেরও বেশি সময় পর নিউজিল্যান্ডে টেস্ট জয়। ২০২২-এর শুরুটা হলো জবরদস্ত!!!’
ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার ও অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত, এই জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’
লক্ষ্মণের একসময়কার সতীর্থ ওয়াসিম জাফরও বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’
নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনও বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভোলেননি, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরী মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’
বাংলাদেশের বিপক্ষে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার এবার মুমিনুলদের কীর্তি নিয়ে লিখেছেন, ‘অসাধারণ নৈপুণ্য।’
আয়ারল্যান্ডের সাবেক কিপার-ব্যাটার নায়াল ও’ব্রায়েন বিপিএলে ধারাভাষ্যের সূত্রে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি এ দেশের মানুষকেও অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের জন্য আমি খুব খুশি। খেলোয়াড় ও বিপিএলে কাজের সুবাদে বহুবার সেখানে গিয়েছি। এটা দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল ব্যাপার। দারুণ খেলেছ।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে ভূপাতিত করেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুল হকের দল ৮ উইকেটের জয়ে আজ ইতিহাস গড়েছে।
রোমাঞ্চকর এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশ দলকে নিয়ে উন্মাতাল। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল, এমনকি নিউজিল্যান্ডের সমর্থকেরাও উচ্ছ্বসিত বাংলাদেশের জয়ে। এক কথায়, ইবাদতদের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অ্যাশেজের ফাঁকে নজর রেখেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টেও। বাংলাদেশের জয়ের আগমুহূর্তে তাঁর টুইট, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের অবিশ্বাস্য পারফরম্যান্স ...!! যদি তারা লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা হবে টেস্ট ইতিহাসের সেরা জয়গুলোর একটি!! একাধিক সিনিয়র খেলোয়াড় না থাকায় সীমিত সক্ষমতা নিয়েই তাদের লড়তে হচ্ছে।’
পরে জয়ের সঙ্গে সঙ্গে আরেকটি টুইট করেছেন ভন। করতালির ইমোজি দিয়ে লিখেছেন, ‘গৌরবান্বিত বাংলাদেশ।’
আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস তাদের অফিশিয়াল টুইটার পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট এই দিন কখনো ভুলবে না।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের পরিসংখ্যানবিষয়ক সম্পাদক দিপু নারায়ণান লিখেছেন, ‘বাংলাদেশ সব অঘটনের জননী। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে তারা। এশিয়ার প্রথম দল হিসেবে এক দশকেরও বেশি সময় পর নিউজিল্যান্ডে টেস্ট জয়। ২০২২-এর শুরুটা হলো জবরদস্ত!!!’
ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার ও অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত, এই জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’
লক্ষ্মণের একসময়কার সতীর্থ ওয়াসিম জাফরও বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’
নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনও বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভোলেননি, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরী মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’
বাংলাদেশের বিপক্ষে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার এবার মুমিনুলদের কীর্তি নিয়ে লিখেছেন, ‘অসাধারণ নৈপুণ্য।’
আয়ারল্যান্ডের সাবেক কিপার-ব্যাটার নায়াল ও’ব্রায়েন বিপিএলে ধারাভাষ্যের সূত্রে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি এ দেশের মানুষকেও অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের জন্য আমি খুব খুশি। খেলোয়াড় ও বিপিএলে কাজের সুবাদে বহুবার সেখানে গিয়েছি। এটা দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল ব্যাপার। দারুণ খেলেছ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫