Ajker Patrika

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা 

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা 

নারী এশিয়া এমার্জিং কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। হংকংয়ের মং কক ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

১৪৯ রানের লক্ষ্যে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলে ওয়ান জুলিয়াকে বোল্ড করেন মারুফা আকতার। একদিকে যেমন নিয়মিত বিরতিতে মালয়েশিয়া উইকেট হারাচ্ছিল, তেমনি তাদের রান উঠছিল ‘কচ্ছপ গতিতে’। ২০ ওভারে ৮ উইকেটে ৫১ রানে আটকে যায় মালয়েশিয়ার ইনিংস। সর্বোচ্চ ১৩ রান করেছেন আইন্না হামিজা হাশিম। মিডল অর্ডার ব্যাটার অপরাজিতও ছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রাবেয়া খান। একটি করে উইকেট নিয়েছেন মারুফা, সানজিদা আকতার মেঘলা, নাহিদা আকতার ও সুলতানা খাতুন। মালয়েশিয়ার ইনিংসের বাকি দুটো উইকেট হয়েছে রান আউট। 

ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন। ৪৪ বলে ৭ চারে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ‘এ’ নারী দলের অধিনায়ক লতা মন্ডল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯.৪ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৫২ রান। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন মুর্শিদা। মিডল অর্ডার ব্যাটারের দুর্দান্ত ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন মুর্শিদা। মালয়েশিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মাহিরা ইজ্জাতি ইসমাইল, আইসিয়া ইলিসা ও নুর দানিয়া সিউহাদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত