ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই সেশনে হতাশা ছাড়া কিছুই নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশের হতাশা মানে নিউজিল্যান্ডের জন্য ভালো কিছু। মাউন্ট মঙ্গানুইয়ের বিপর্যয় কাটিয়ে হ্যাগলি ওভালে এখন পর্যন্ত মাত্র ১ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে কিউইরা।
দলকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক টম ল্যাথাম। আক্রমণাত্মক এক ইনিংসে ইবাদত হোসেন-তাসকিন আহমেদদের ওপর চাপ তৈরি করে অপরাজিত আছেন ১৫১ রানে। তবে ল্যাথাম আউট হয়ে যেতে পারতেন প্রথম সেশনেই। ইবাদতের ব্যক্তিগত প্রথম ওভারে দুবার এলবিডব্লিউর পর রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার।
প্রথম এলবিডব্লিউর সময় ল্যাথাম তখন ১৬ রানে। দুই বল পরে আবার যখন রিভিউ নিয়ে বেঁচে যান, তখন ১৮ রান। এরপর তাসকিন-শরীফুলদের ওপর রীতিমতো চড়াও হন কিউই অধিনায়ক। প্রথম ফিফটি তুলে নেন ৬৫ বলে। পরের ফিফটি পূর্ণ করতে খেলেন ৬৮ বল। মেহেদী হাসান মিরাজের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম।
ল্যাথামের সেঞ্চুরির আগে অবশ্য প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুলের বলে মোহাম্মদ নাঈমকে ক্যাচ দিয়ে ৫৪ রানে আউট হন আরেক ওপেনার উইল ইয়ং। তবে এর আগে ল্যাথামের সঙ্গে ওপেনিং জুটিতে একটা রেকর্ড গড়ে যান ইয়ং। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং জুটি সেঞ্চুরি ছাড়ায়। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে।
তবে ক্রাইস্টচার্চে ওপেনিং জুটির সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। টস জিতে ফিল্ডিং নেওয়া, যে ক্রাইস্টচার্চের উইকেট নিয়ে এত জল্পনা—সব পক্ষে থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশ বোলাররা। কাজে লাগাতে না পারার খেসারত তো ওপরের দুটি তথ্য থেকেই পরিষ্কার। লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি তাসকিন-শরীফুল কিংবা আগের টেস্টের নায়ক ইবাদত। এর মূল্য কতটা চুকাতে হবে তা সময়ই বলে দেবে।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই সেশনে হতাশা ছাড়া কিছুই নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশের হতাশা মানে নিউজিল্যান্ডের জন্য ভালো কিছু। মাউন্ট মঙ্গানুইয়ের বিপর্যয় কাটিয়ে হ্যাগলি ওভালে এখন পর্যন্ত মাত্র ১ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে কিউইরা।
দলকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক টম ল্যাথাম। আক্রমণাত্মক এক ইনিংসে ইবাদত হোসেন-তাসকিন আহমেদদের ওপর চাপ তৈরি করে অপরাজিত আছেন ১৫১ রানে। তবে ল্যাথাম আউট হয়ে যেতে পারতেন প্রথম সেশনেই। ইবাদতের ব্যক্তিগত প্রথম ওভারে দুবার এলবিডব্লিউর পর রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার।
প্রথম এলবিডব্লিউর সময় ল্যাথাম তখন ১৬ রানে। দুই বল পরে আবার যখন রিভিউ নিয়ে বেঁচে যান, তখন ১৮ রান। এরপর তাসকিন-শরীফুলদের ওপর রীতিমতো চড়াও হন কিউই অধিনায়ক। প্রথম ফিফটি তুলে নেন ৬৫ বলে। পরের ফিফটি পূর্ণ করতে খেলেন ৬৮ বল। মেহেদী হাসান মিরাজের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম।
ল্যাথামের সেঞ্চুরির আগে অবশ্য প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুলের বলে মোহাম্মদ নাঈমকে ক্যাচ দিয়ে ৫৪ রানে আউট হন আরেক ওপেনার উইল ইয়ং। তবে এর আগে ল্যাথামের সঙ্গে ওপেনিং জুটিতে একটা রেকর্ড গড়ে যান ইয়ং। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং জুটি সেঞ্চুরি ছাড়ায়। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে।
তবে ক্রাইস্টচার্চে ওপেনিং জুটির সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। টস জিতে ফিল্ডিং নেওয়া, যে ক্রাইস্টচার্চের উইকেট নিয়ে এত জল্পনা—সব পক্ষে থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশ বোলাররা। কাজে লাগাতে না পারার খেসারত তো ওপরের দুটি তথ্য থেকেই পরিষ্কার। লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি তাসকিন-শরীফুল কিংবা আগের টেস্টের নায়ক ইবাদত। এর মূল্য কতটা চুকাতে হবে তা সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫