নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেছেন লিটন দাস। আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দিতে ব্যাট করে যাচ্ছেন তিনি। একপ্রান্তে লিটন থিতু হলেও অন্যপ্রান্তে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন সাকিব-মুশফিকরা। চার উইকেট খানিকটা চাপে বাংলাদেশ। তবে ব্যক্তিগত সেঞ্চুরির দিকে ধীরে ধীরে এগোচ্ছেন লিটন।
উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল ও লিটন দাস। আফগানদের হয়ে ইনিংসের শুরুটা করেন ফজলহক ফারুকি। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও নতুন বলে বাংলাদেশকে চেপে রাখেন বাঁ হাতি এই পেসার। সবুজ উইকেটে নিজের সামর্থ্য অনুযায়ী বলে সুইং করানোর চেষ্টা করেন তিনি। আর তাতেই বাংলাদেশের রান তোলার গতি ধীর হয়ে যায়।
বাংলাদেশের ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ষষ্ঠ ওভারে। মুজিব উর রহমানের চতুর্থ বলটি স্কোয়ার লেগ ও শট ফাইন লেগের মাঝামাঝি দিয়ে চার রান আদায় করে নেন তামিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুললেও বেশি দূর যেতে পারেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি। পরের ওভারের প্রথম বলে দৃষ্টিকটু আউটে ফেরেন তামিম। ২৫ বলে ১১ রান করে ফারুকির শিকার হন তিনি।
ক্রিজে এসে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। লিটনের সঙ্গে সোজা ব্যাটে দ্রুত রান তোলেন তিনি। এই জুটিতে দলীয় শতক পেরোয় বাংলাদেশ। এই জুটিকে ৬১ রানে থামিয়ে আফগানদের ব্রেক থ্রু এনে দেন আজমতউল্লা ওমরজাই। এই পেসারের বল ডিফেন্স করতে গিয়ে বোল্ড হন সাকিব (৩০)।
একপ্রান্ত আগলে রাখা ওপেনার লিটনকে সঙ্গ দিতে এসে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে ২০২ রানের জুটি গড়েছিলেন লিটন-মুশি। কিন্তু এবার আর তা হয়নি। রশিদ খানের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হলে ৭ রানে ফেরেন মুশফিক। পরের ওভারে ইয়াসির আলী রাব্বি (১) ফেরান লিটন। ৩০ ওভারে ১২৬ রানে চার উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেছেন লিটন দাস। আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দিতে ব্যাট করে যাচ্ছেন তিনি। একপ্রান্তে লিটন থিতু হলেও অন্যপ্রান্তে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন সাকিব-মুশফিকরা। চার উইকেট খানিকটা চাপে বাংলাদেশ। তবে ব্যক্তিগত সেঞ্চুরির দিকে ধীরে ধীরে এগোচ্ছেন লিটন।
উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল ও লিটন দাস। আফগানদের হয়ে ইনিংসের শুরুটা করেন ফজলহক ফারুকি। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও নতুন বলে বাংলাদেশকে চেপে রাখেন বাঁ হাতি এই পেসার। সবুজ উইকেটে নিজের সামর্থ্য অনুযায়ী বলে সুইং করানোর চেষ্টা করেন তিনি। আর তাতেই বাংলাদেশের রান তোলার গতি ধীর হয়ে যায়।
বাংলাদেশের ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ষষ্ঠ ওভারে। মুজিব উর রহমানের চতুর্থ বলটি স্কোয়ার লেগ ও শট ফাইন লেগের মাঝামাঝি দিয়ে চার রান আদায় করে নেন তামিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুললেও বেশি দূর যেতে পারেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি। পরের ওভারের প্রথম বলে দৃষ্টিকটু আউটে ফেরেন তামিম। ২৫ বলে ১১ রান করে ফারুকির শিকার হন তিনি।
ক্রিজে এসে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। লিটনের সঙ্গে সোজা ব্যাটে দ্রুত রান তোলেন তিনি। এই জুটিতে দলীয় শতক পেরোয় বাংলাদেশ। এই জুটিকে ৬১ রানে থামিয়ে আফগানদের ব্রেক থ্রু এনে দেন আজমতউল্লা ওমরজাই। এই পেসারের বল ডিফেন্স করতে গিয়ে বোল্ড হন সাকিব (৩০)।
একপ্রান্ত আগলে রাখা ওপেনার লিটনকে সঙ্গ দিতে এসে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে ২০২ রানের জুটি গড়েছিলেন লিটন-মুশি। কিন্তু এবার আর তা হয়নি। রশিদ খানের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হলে ৭ রানে ফেরেন মুশফিক। পরের ওভারে ইয়াসির আলী রাব্বি (১) ফেরান লিটন। ৩০ ওভারে ১২৬ রানে চার উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫