নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডেতে পায়ের নিচে মাটি পেলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে এখনো নিয়মিত দুঃস্বপ্ন তাড়া করে বাংলাদেশকে। ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ সামনে রেখে তাই চিন্তার শেষ নেই বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে আজ কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের ভরাডুবি প্রসঙ্গ তো ছিলই। একই সঙ্গে ঠিক কী কারণে টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স হচ্ছে না, সে বিষয়েও কোচদের সঙ্গে কথা বলেন পাপন। তাঁরা বিসিবি সভাপতিকে সর্বশেষ চার-পাঁচটি টেস্টের উদাহরণ দেখান। কোনো একটা সিরিজের প্রথম টেস্টে ভালো একটা শুরুর পর দ্বিতীয় টেস্টে একেবারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
এ ব্যাপারে কোচরা পাপনকে জানিয়েছেন, ১০ দিনের খেলার মানসিকতাই নাকি নেই খেলোয়াড়দের। আজ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম টেস্টটা (সিরিজের) আমরা মোটামুটি ভালোই খেলি। দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা আর পারছি না। এর পেছনে কী কী কারণ থাকতে পারে, ওরাও এত তাড়াতাড়ি বুঝতে পারছে না। কিন্তু ওরা (কোচিং স্টাফ) যেটা বলল, আমাদের আসলে ১০ দিনের খেলার মানসিকতাই নেই। দশদিন যে টানা খেলতে হবে, এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নেই। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
টেস্ট সিরিজের মাঝে বিরতিতে শুধু টেস্ট খেলেন এমন খেলোয়াড়দের কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারেও পরিকল্পনা হচ্ছে বলে জানান পাপন। শ্রীলঙ্কা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবীয় সফরের পর টেস্ট ক্রিকেটে তিন মাসের বিরতিতে পড়বেন মুমিনুল হকেরা। এ সময়ের পরিকল্পনা নিয়ে পাপন বলেন, ‘এ সিরিজের পর আমরা যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ফেরার পর টেস্টে যারা আছে, তাদের কোনো খেলা নেই। সাড়ে তিন মাসের বিরতি। কিন্তু আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা আছে। এ সময় টেস্ট যারা খেলে তারা কি করবে? আমরা বলেছি, ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। আমরা কিছুদিন আগে থেকে এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। আমাদের পরিকল্পনার কথা বলেছি (কোচদের)। ওদেরকে কীভাবে খেলায় রাখা যায়, সে ব্যবস্থা আমরা করছি।’
ওয়ানডেতে পায়ের নিচে মাটি পেলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে এখনো নিয়মিত দুঃস্বপ্ন তাড়া করে বাংলাদেশকে। ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ সামনে রেখে তাই চিন্তার শেষ নেই বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে আজ কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের ভরাডুবি প্রসঙ্গ তো ছিলই। একই সঙ্গে ঠিক কী কারণে টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স হচ্ছে না, সে বিষয়েও কোচদের সঙ্গে কথা বলেন পাপন। তাঁরা বিসিবি সভাপতিকে সর্বশেষ চার-পাঁচটি টেস্টের উদাহরণ দেখান। কোনো একটা সিরিজের প্রথম টেস্টে ভালো একটা শুরুর পর দ্বিতীয় টেস্টে একেবারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
এ ব্যাপারে কোচরা পাপনকে জানিয়েছেন, ১০ দিনের খেলার মানসিকতাই নাকি নেই খেলোয়াড়দের। আজ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম টেস্টটা (সিরিজের) আমরা মোটামুটি ভালোই খেলি। দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা আর পারছি না। এর পেছনে কী কী কারণ থাকতে পারে, ওরাও এত তাড়াতাড়ি বুঝতে পারছে না। কিন্তু ওরা (কোচিং স্টাফ) যেটা বলল, আমাদের আসলে ১০ দিনের খেলার মানসিকতাই নেই। দশদিন যে টানা খেলতে হবে, এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নেই। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
টেস্ট সিরিজের মাঝে বিরতিতে শুধু টেস্ট খেলেন এমন খেলোয়াড়দের কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারেও পরিকল্পনা হচ্ছে বলে জানান পাপন। শ্রীলঙ্কা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবীয় সফরের পর টেস্ট ক্রিকেটে তিন মাসের বিরতিতে পড়বেন মুমিনুল হকেরা। এ সময়ের পরিকল্পনা নিয়ে পাপন বলেন, ‘এ সিরিজের পর আমরা যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ফেরার পর টেস্টে যারা আছে, তাদের কোনো খেলা নেই। সাড়ে তিন মাসের বিরতি। কিন্তু আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা আছে। এ সময় টেস্ট যারা খেলে তারা কি করবে? আমরা বলেছি, ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। আমরা কিছুদিন আগে থেকে এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। আমাদের পরিকল্পনার কথা বলেছি (কোচদের)। ওদেরকে কীভাবে খেলায় রাখা যায়, সে ব্যবস্থা আমরা করছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫