ক্রীড়া ডেস্ক
কলম্বোতে কিছুতেই যেন কিছু করতে পারছে না বাংলাদেশ। ওভারের পর ওভার বোলিং করে যাচ্ছেন ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজরা। তবু শ্রীলঙ্কাকে বেকায়দায় ফেলতে পারছে না বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছে স্বাগতিকেরা।
বাংলাদেশের ব্যাটারদের কাঁপাকাঁপি দেখা গেলেও শ্রীলঙ্কার ক্ষেত্রে তেমন কিছু দেখা যাচ্ছে না। সিরিজের দ্বিতীয় টেস্টে ধীরেসুস্থে এগোচ্ছে স্বাগতিকেরা। পরিস্থিতি বুঝে কখনো রক্ষণাত্মক খেলছে শ্রীলঙ্কা। আর বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন লঙ্কান ব্যাটাররা। প্রথম ইনিংসে ৫০ ওভারে ১ উইকেটে ১৯০ রান করে দ্বিতীয় দিনের চা বিরতিতে গেছে লঙ্কানরা। চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে ৭ রান দূ্রে পাথুম নিশাংকা।
প্রথম ইনিংসে ২১ ওভারে বিনা উইকেটে ৮৩ রানে শ্রীলঙ্কা আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে। লাঞ্চ বিরতির তিন ওভারের মধ্যে লঙ্কানরা হারায় প্রথম উইকেট। ২৪তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। বল আগে ব্যাট নাকি প্যাড ছুঁয়েছে-এই দ্বিধাদ্বন্দ্বে থাকায় প্রথমে আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নিলে দেখা যায়, তাইজুলের বল উদারার ব্যাট ছোঁয়ার আগে প্যাডে লেগেছে। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা। তাতে ভেঙে যায় নিশাঙ্কা ও উদারার ১৪১ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটি। আর তাইজুল এই উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল।
উদারার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। নিশাংকার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন চান্দিমাল। দলীয় ১৪৪ রানে লঙ্কানরা হারাতে পারত দ্বিতীয় উইকেট। ৩৭তম ওভারের তৃতীয় বলে চান্দিমালের বিপক্ষে তাইজুল এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউতে দেখা যায়, তাইজুলের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। চান্দিমালের রান তখন ৩২।
বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চান্দিমালকে। ৭০ বলে পেয়েছেন ৩৪তম টেস্ট ফিফটি। নিশাংকার সঙ্গে দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ১০২ রানের জুটি গড়ে ফেলেছেন চান্দিমাল। এই জুটি খেলেছে ১৬০ বল। ১৫৫ বলে ১১ চারে ৯৩ রান করেছেন নিশাংকা। চান্দিমাল ব্যাটিং করছেন ৫৪ রানে।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। ৫১ বলে ২৭ রান যোগ করে তারা হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ওভারে সফরকারীরা ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার সোনাল দিনুসা, আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নিয়েছেন।
কলম্বোতে কিছুতেই যেন কিছু করতে পারছে না বাংলাদেশ। ওভারের পর ওভার বোলিং করে যাচ্ছেন ইবাদত হোসেন চৌধুরী, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজরা। তবু শ্রীলঙ্কাকে বেকায়দায় ফেলতে পারছে না বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছে স্বাগতিকেরা।
বাংলাদেশের ব্যাটারদের কাঁপাকাঁপি দেখা গেলেও শ্রীলঙ্কার ক্ষেত্রে তেমন কিছু দেখা যাচ্ছে না। সিরিজের দ্বিতীয় টেস্টে ধীরেসুস্থে এগোচ্ছে স্বাগতিকেরা। পরিস্থিতি বুঝে কখনো রক্ষণাত্মক খেলছে শ্রীলঙ্কা। আর বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন লঙ্কান ব্যাটাররা। প্রথম ইনিংসে ৫০ ওভারে ১ উইকেটে ১৯০ রান করে দ্বিতীয় দিনের চা বিরতিতে গেছে লঙ্কানরা। চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে ৭ রান দূ্রে পাথুম নিশাংকা।
প্রথম ইনিংসে ২১ ওভারে বিনা উইকেটে ৮৩ রানে শ্রীলঙ্কা আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে। লাঞ্চ বিরতির তিন ওভারের মধ্যে লঙ্কানরা হারায় প্রথম উইকেট। ২৪তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। বল আগে ব্যাট নাকি প্যাড ছুঁয়েছে-এই দ্বিধাদ্বন্দ্বে থাকায় প্রথমে আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নিলে দেখা যায়, তাইজুলের বল উদারার ব্যাট ছোঁয়ার আগে প্যাডে লেগেছে। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা। তাতে ভেঙে যায় নিশাঙ্কা ও উদারার ১৪১ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটি। আর তাইজুল এই উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল।
উদারার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। নিশাংকার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন চান্দিমাল। দলীয় ১৪৪ রানে লঙ্কানরা হারাতে পারত দ্বিতীয় উইকেট। ৩৭তম ওভারের তৃতীয় বলে চান্দিমালের বিপক্ষে তাইজুল এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউতে দেখা যায়, তাইজুলের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। চান্দিমালের রান তখন ৩২।
বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চান্দিমালকে। ৭০ বলে পেয়েছেন ৩৪তম টেস্ট ফিফটি। নিশাংকার সঙ্গে দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ১০২ রানের জুটি গড়ে ফেলেছেন চান্দিমাল। এই জুটি খেলেছে ১৬০ বল। ১৫৫ বলে ১১ চারে ৯৩ রান করেছেন নিশাংকা। চান্দিমাল ব্যাটিং করছেন ৫৪ রানে।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। ৫১ বলে ২৭ রান যোগ করে তারা হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ওভারে সফরকারীরা ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার সোনাল দিনুসা, আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে