নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুনে গুনে জীবনের ৬২ বসন্ত পার করে ফেলেছেন ফিল সিমন্স। ৬২তম জন্মদিনটা তাঁর কাটছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। জন্মদিনের উপহার ছাপিয়ে সিমন্সের চাওয়া, বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতুক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে । প্রথম টেস্টের আগে আজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন ৬২ বছর বয়সী সিমন্স। আর সিলেট টেস্ট যদি পাঁচ দিনে গড়ায়, তাহলে সেটা শেষ হবে ২৪ এপ্রিল। বাংলাদেশের প্রধান কোচের জন্মদিনেরও ৬ দিন পর হচ্ছে সেটা। বাংলাদেশের জয়ের মাধ্যমে উপহার যদি দেরিতেও আসে, তবু সিমন্স খুশি বলে সংবাদ সম্মেলনে আজ তাঁর কথায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিমন্স আজ সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:
গুনে গুনে জীবনের ৬২ বসন্ত পার করে ফেলেছেন ফিল সিমন্স। ৬২তম জন্মদিনটা তাঁর কাটছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। জন্মদিনের উপহার ছাপিয়ে সিমন্সের চাওয়া, বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতুক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে । প্রথম টেস্টের আগে আজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন ৬২ বছর বয়সী সিমন্স। আর সিলেট টেস্ট যদি পাঁচ দিনে গড়ায়, তাহলে সেটা শেষ হবে ২৪ এপ্রিল। বাংলাদেশের প্রধান কোচের জন্মদিনেরও ৬ দিন পর হচ্ছে সেটা। বাংলাদেশের জয়ের মাধ্যমে উপহার যদি দেরিতেও আসে, তবু সিমন্স খুশি বলে সংবাদ সম্মেলনে আজ তাঁর কথায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিমন্স আজ সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫