নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’
অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’
টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’
নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’
মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’
অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’
টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’
নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫