আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। নিলাম থেকে তাঁকে দলে ভিড়িয়েছিল এবারের আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। জৈব সুরক্ষা-বলয়ের ধকল থেকে দূরে থাকতে খেলতে না পারার কথা এর মধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন রয়। তাঁর পরিবর্তে আফগান ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। তবে গুরবাজকে দলে নেওয়ার ব্যাপারে এখনো অফিশিয়ালি জানায়নি গুজরাট কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তারা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি আফগান ওপেনারের।
তবে টি-টোয়েন্টির সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। সিরিজ হারের পর তাঁর সেঞ্চুরিতেই ধবলধোলাই এড়িয়েছিল আফগানরা। এবারের মেগা নিলাম থেকে তাঁকে কেউ না নিলেও রয়ের বদলি হিসেবে গুজরাটের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গুরবাজ। টি-টোয়েন্টির এক দারুণ প্যাকেজ হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম এই আফগান।
এবারের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলেছেন গুরবাজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ এর ওপরে স্ট্রাইকরেট তাঁর। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেরক্ষকও বটে। যে কারণে তাঁর আলাদা চাহিদা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি জগতে। ৬৯টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে ১১৩টি ছক্কা মেরেছেন এই ওপেনার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যে ৬৫ জন ব্যাটার টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন, এর মধ্যে গুরবাজের ১৫৩.০৫ স্ট্রাইকরেট অষ্টম সেরা।
আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। নিলাম থেকে তাঁকে দলে ভিড়িয়েছিল এবারের আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। জৈব সুরক্ষা-বলয়ের ধকল থেকে দূরে থাকতে খেলতে না পারার কথা এর মধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন রয়। তাঁর পরিবর্তে আফগান ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। তবে গুরবাজকে দলে নেওয়ার ব্যাপারে এখনো অফিশিয়ালি জানায়নি গুজরাট কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তারা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি আফগান ওপেনারের।
তবে টি-টোয়েন্টির সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। সিরিজ হারের পর তাঁর সেঞ্চুরিতেই ধবলধোলাই এড়িয়েছিল আফগানরা। এবারের মেগা নিলাম থেকে তাঁকে কেউ না নিলেও রয়ের বদলি হিসেবে গুজরাটের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গুরবাজ। টি-টোয়েন্টির এক দারুণ প্যাকেজ হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম এই আফগান।
এবারের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলেছেন গুরবাজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ এর ওপরে স্ট্রাইকরেট তাঁর। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেরক্ষকও বটে। যে কারণে তাঁর আলাদা চাহিদা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি জগতে। ৬৯টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে ১১৩টি ছক্কা মেরেছেন এই ওপেনার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যে ৬৫ জন ব্যাটার টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন, এর মধ্যে গুরবাজের ১৫৩.০৫ স্ট্রাইকরেট অষ্টম সেরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫