বৈরি আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে। হাসান মাহমুদ-শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে স্বাগতিকেরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও বাংলাদেশের হতে থাকে দুর্দান্ত। সেকারণে প্রথাগত টেস্ট মেজাজে খেললেও ৮.২ ওভারে ১৬ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। সেই ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব তুলে নেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেটে ৮১ রান করেছে পাকিস্তান।
শরীফুল, হাসান, নাহিদ রানা—একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শান্তর আস্থার প্রতিদান দিতে খুব একটা সময় নেননি হাসান। যেখানে হাসানের চেয়ে জাকির হাসানের কৃতিত্ব অনেক বেশি। যেখানে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে হাসানের ওভারপিচড ডেলিভারি কাভার ড্রাইভ করতে যান আব্দুল্লাহ শফিক। আউটসাইড এজ হওয়া বল গালিতে বাজপাখির মতো ডান দিকে উড়ে ক্যাচ ধরেছেন জাকির। ১৪ বল খেলে ২ রান করেছেন শফিক।
৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনিও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। সপ্তম ওভারের পঞ্চম বলে শরীফুলকে ফ্রন্টফুটে খেলতে যান মাসুদ। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরার পর শরীফুলসহ পুরো বাংলাদেশ দল জোড়ালো আবেদন করে। প্রথমে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউ থেকে আম্পায়ার আউট দিলে মাসুদ যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। ১১ বল খেলে ৬ রান করেন পাকিস্তান অধিনায়ক।
মাসুদকে ফেরানোর পর দ্রুতই ‘স্বপ্নের উইকেট’ পেয়ে যান শরীফুল। নবম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করতে যান বাবর আজম। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেন লিটন। ২ বল খেলেও রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছেন বাবর। ওপেনিংয়ে নামা সাইম একপ্রান্ত থেকে দেখতে থাকেন সতীর্থদের আসা-যাওয়া। শাকিলকে নিয়ে এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন সাইম। রক্ষণ ও আক্রমণের মিশেলে খেলতে থাকে এই জুটি। ৩২ বলে ২৮ রান করে অপরাজিত শাকিল। সাইম ৬৮ বলে ৪২ রানে ব্যাটিং করছেন। ৩ চার ও ১ ছক্কা মেরেছেন।
বৈরি আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে। হাসান মাহমুদ-শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে স্বাগতিকেরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও বাংলাদেশের হতে থাকে দুর্দান্ত। সেকারণে প্রথাগত টেস্ট মেজাজে খেললেও ৮.২ ওভারে ১৬ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। সেই ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব তুলে নেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেটে ৮১ রান করেছে পাকিস্তান।
শরীফুল, হাসান, নাহিদ রানা—একাদশে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শান্তর আস্থার প্রতিদান দিতে খুব একটা সময় নেননি হাসান। যেখানে হাসানের চেয়ে জাকির হাসানের কৃতিত্ব অনেক বেশি। যেখানে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে হাসানের ওভারপিচড ডেলিভারি কাভার ড্রাইভ করতে যান আব্দুল্লাহ শফিক। আউটসাইড এজ হওয়া বল গালিতে বাজপাখির মতো ডান দিকে উড়ে ক্যাচ ধরেছেন জাকির। ১৪ বল খেলে ২ রান করেছেন শফিক।
৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনিও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। সপ্তম ওভারের পঞ্চম বলে শরীফুলকে ফ্রন্টফুটে খেলতে যান মাসুদ। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরার পর শরীফুলসহ পুরো বাংলাদেশ দল জোড়ালো আবেদন করে। প্রথমে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। রিভিউ থেকে আম্পায়ার আউট দিলে মাসুদ যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। ১১ বল খেলে ৬ রান করেন পাকিস্তান অধিনায়ক।
মাসুদকে ফেরানোর পর দ্রুতই ‘স্বপ্নের উইকেট’ পেয়ে যান শরীফুল। নবম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করতে যান বাবর আজম। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেন লিটন। ২ বল খেলেও রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছেন বাবর। ওপেনিংয়ে নামা সাইম একপ্রান্ত থেকে দেখতে থাকেন সতীর্থদের আসা-যাওয়া। শাকিলকে নিয়ে এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন সাইম। রক্ষণ ও আক্রমণের মিশেলে খেলতে থাকে এই জুটি। ৩২ বলে ২৮ রান করে অপরাজিত শাকিল। সাইম ৬৮ বলে ৪২ রানে ব্যাটিং করছেন। ৩ চার ও ১ ছক্কা মেরেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫