নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনো শেষ হয়নি। এরই মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই ছিল না সাকিব আল হাসানের নাম। সাকিব এবার নেই টেস্ট সিরিজেও।
কেএল জুবিলি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে গেছেন জালাল ইউনুস। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না থাকা সাকিব কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি খেলবেন না, সে প্রশ্ন করা হয় ইউনুসকে। সেই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না। সে (সাকিব) তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছুটি নিয়েছে।’
চোখের সমস্যার কারণে এবারের বিপিএলে শুরুর দিকে সাকিবের থেকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স পায়নি রংপুর রাইডার্স। বিশেষ করে, ব্যাটিংয়ে বেশ ভুগতে থাকেন ও এক অঙ্কের গন্ডিই পেরোতে পারতেন না তিনি। সেই সাকিব আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। টুর্নামেন্টে ১১ ম্যাচের মধ্যে ৯ ইনিংস ব্যাটিং করে ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান, দুটি ফিফটিও করেছেন। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
ইউনুসের মতে, ফর্ম ওঠা-নামা করা ক্রিকেট খেলারই একটা অংশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘নিঃসন্দেহে সে (সাকিব) আমাদের সেরা খেলোয়াড়। আর সে পারফর্ম করবেই। পারফর্মারদের পরিচয় তো জানাই আছে যে তারা কী পারফর্ম করতে পারবে কী না করতে পারবে। তারা হচ্ছে ক্লাস খেলোয়াড়। ক্রিকেট এমনই এক খেলা, যেখানে আমি আগেও বলেছি যে এক মৌসুম খারাপ খেলবে। আবার পরের মৌসুমে দারুণ খেলছে। এই ওঠা-নামাটাই থাকে ক্রিকেটের মধ্যে। এই ওঠা-নামার মানে এটা না যে ‘আউট অব ফর্ম’। যেমনটা অনেকে বলে থাকে। সাকিবের অবশ্যই ফর্ম ছিল। সাকিব আসলে ফর্মে ছিল তবে তার চোখের সমস্যা ছিল। সে কারণে একটা সমস্যা হচ্ছিল। তবে সেটা ক্ষণস্থায়ী।’
৪ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ ও ৯ মার্চ হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ মার্চ শুরু হবে সিলেটে। ৩০ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে।
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনো শেষ হয়নি। এরই মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই ছিল না সাকিব আল হাসানের নাম। সাকিব এবার নেই টেস্ট সিরিজেও।
কেএল জুবিলি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে গেছেন জালাল ইউনুস। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না থাকা সাকিব কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি খেলবেন না, সে প্রশ্ন করা হয় ইউনুসকে। সেই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না। সে (সাকিব) তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছুটি নিয়েছে।’
চোখের সমস্যার কারণে এবারের বিপিএলে শুরুর দিকে সাকিবের থেকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স পায়নি রংপুর রাইডার্স। বিশেষ করে, ব্যাটিংয়ে বেশ ভুগতে থাকেন ও এক অঙ্কের গন্ডিই পেরোতে পারতেন না তিনি। সেই সাকিব আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। টুর্নামেন্টে ১১ ম্যাচের মধ্যে ৯ ইনিংস ব্যাটিং করে ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান, দুটি ফিফটিও করেছেন। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
ইউনুসের মতে, ফর্ম ওঠা-নামা করা ক্রিকেট খেলারই একটা অংশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘নিঃসন্দেহে সে (সাকিব) আমাদের সেরা খেলোয়াড়। আর সে পারফর্ম করবেই। পারফর্মারদের পরিচয় তো জানাই আছে যে তারা কী পারফর্ম করতে পারবে কী না করতে পারবে। তারা হচ্ছে ক্লাস খেলোয়াড়। ক্রিকেট এমনই এক খেলা, যেখানে আমি আগেও বলেছি যে এক মৌসুম খারাপ খেলবে। আবার পরের মৌসুমে দারুণ খেলছে। এই ওঠা-নামাটাই থাকে ক্রিকেটের মধ্যে। এই ওঠা-নামার মানে এটা না যে ‘আউট অব ফর্ম’। যেমনটা অনেকে বলে থাকে। সাকিবের অবশ্যই ফর্ম ছিল। সাকিব আসলে ফর্মে ছিল তবে তার চোখের সমস্যা ছিল। সে কারণে একটা সমস্যা হচ্ছিল। তবে সেটা ক্ষণস্থায়ী।’
৪ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ ও ৯ মার্চ হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ মার্চ শুরু হবে সিলেটে। ৩০ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫