নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় যে শেষ হয়েও হলো না শেষ। কারণ, গত বছরের অক্টোবরে হাথুরু বরখাস্ত হলেও ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার সময় বারবার আলোচনায় এসেছিলেন তিনি (হাথুরু)। ফারুকের চেয়ার বদলানোর পর আবার আলোচনায় হাথুরু।
হাথুরুকে নিয়ে আলোচনা সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে। ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। সেই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল, সেটার সদস্য ছিলেন মাহবুব আনাম। আজ যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন, তাঁর সঙ্গে মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বোর্ড পরিচালকেরা। মাহবুব আনাম, আকরাম খানরাও এসেছেন।
২০২৩ বিশ্বকাপের নাসুম-হাথুরু কাণ্ড নিয়ে বিসিবির এই বোর্ড সভায় আবার প্রশ্ন করা হয়েছে যে হাথুরুর ঘটনার কোনো প্রমাণ পেয়েছিলেন কি না। বিসিবি পরিচালক মাহবুব বলেন, ‘যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেতাম, তাহলে আমাদের প্রতিবেদনে সেটা থাকত। তখনই প্রকাশ পেত।’
২০২৪ সালের অক্টোবরে হাথুরুকে বরখাস্ত করার কারণ হিসেবে নাসুমকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চড়কাণ্ডের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক। ফারুকের সেই কথার প্রসঙ্গ টেনে যখন জিজ্ঞেস করা হয়, মাহবুব আর কথা বাড়াতে চাননি। মাহবুব বলেন, ‘আমি যেটা বলেছি, সেটাই সঠিক। আপনি আমার উত্তর পেয়ে গেছেন।’
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল দিনভর চলছিল নানা আলোচনা। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণ করা হয়েছে। অপসারণের আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠানো হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। সেখানে আট পরিচালকের স্বাক্ষর ছিল। একমাত্র আকরাম খানই সেই চিঠিতে স্বাক্ষর করেননি। এ ব্যাপারে আকরাম আজ বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। গণমাধ্যমকে বলতে চাই না।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার এনএসসি পরিচালক পদে নিয়োগ দেয় বুলবুলকে। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।
আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় যে শেষ হয়েও হলো না শেষ। কারণ, গত বছরের অক্টোবরে হাথুরু বরখাস্ত হলেও ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার সময় বারবার আলোচনায় এসেছিলেন তিনি (হাথুরু)। ফারুকের চেয়ার বদলানোর পর আবার আলোচনায় হাথুরু।
হাথুরুকে নিয়ে আলোচনা সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে। ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। সেই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল, সেটার সদস্য ছিলেন মাহবুব আনাম। আজ যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন, তাঁর সঙ্গে মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বোর্ড পরিচালকেরা। মাহবুব আনাম, আকরাম খানরাও এসেছেন।
২০২৩ বিশ্বকাপের নাসুম-হাথুরু কাণ্ড নিয়ে বিসিবির এই বোর্ড সভায় আবার প্রশ্ন করা হয়েছে যে হাথুরুর ঘটনার কোনো প্রমাণ পেয়েছিলেন কি না। বিসিবি পরিচালক মাহবুব বলেন, ‘যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেতাম, তাহলে আমাদের প্রতিবেদনে সেটা থাকত। তখনই প্রকাশ পেত।’
২০২৪ সালের অক্টোবরে হাথুরুকে বরখাস্ত করার কারণ হিসেবে নাসুমকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চড়কাণ্ডের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক। ফারুকের সেই কথার প্রসঙ্গ টেনে যখন জিজ্ঞেস করা হয়, মাহবুব আর কথা বাড়াতে চাননি। মাহবুব বলেন, ‘আমি যেটা বলেছি, সেটাই সঠিক। আপনি আমার উত্তর পেয়ে গেছেন।’
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল দিনভর চলছিল নানা আলোচনা। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণ করা হয়েছে। অপসারণের আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠানো হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। সেখানে আট পরিচালকের স্বাক্ষর ছিল। একমাত্র আকরাম খানই সেই চিঠিতে স্বাক্ষর করেননি। এ ব্যাপারে আকরাম আজ বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। গণমাধ্যমকে বলতে চাই না।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার এনএসসি পরিচালক পদে নিয়োগ দেয় বুলবুলকে। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে