নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সামনে রেখে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিক-সংশ্লিষ্টদের সঙ্গে বসতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বিপিএলে সাত দলের মধ্যে পাঁচটি দল—বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও খুলনা নিজেদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত করলেও ঢাকা ও লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়। ক্ষমতার পটপরিবর্তনের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল আছেন দেশের বাইরে। তাঁদের জায়গায় নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবি। ঢাকা ও কুমিল্লার দল পেতে এরই মধ্যে রিমার্ক হারল্যান ও মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএল কমিটি কাল বসে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনম, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও খালেদ মাহমুদ সুজন। ৭ থেকে ১০ দিনের মধ্যে বাকি দুটি দল চূড়ান্ত করতে চায় বিসিবি। সাত দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য তাদের।
ওরাসকম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কাল কেউ কথা বলেনি। তবে রিমার্ক হারল্যানের পক্ষ থেকে নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন বিপিএলে দল পেতে আশাবাদী। তিনি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি। বিসিবির সভাপতির সঙ্গে আমি এই প্রথম কথা বললাম। দারুণ খুশি। তাঁদের কথাবার্তা দারুণ লেগেছে। তাঁদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারে, যা বুঝলাম। বিপিএল নিয়ে ভালো কাজ করতে চান। তাঁরা আমাদের পরিকল্পনা জানতে চেয়েছেন। আমরাও আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এখন সবকিছু বিসিবির হাতে। তারা আমাদের জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আমাদের জানিয়ে দেবে—হ্যাঁ অথবা না। বিপিএল ড্রাফট নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি।’
সূত্র জানিয়েছে, প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর। দলগুলোর স্বত্বাধিকারীদের কাছ থেকে আসরভিত্তিক অংশগ্রহণ ফি বাবদ দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিবিতে জমা দিতে বলা হয়েছিল ৩ সেপ্টেম্বরের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সেটি জমা দিতে পারেনি। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি থাকবে সাড়ে ৮ কোটি টাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলো কিছুটা সময় চেয়েছে। বিসিবি চাইছে ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টিসহ ফ্র্যাঞ্চাইজি ফি নিতে। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রায় প্রতিবছর বিপাকে পড়তে হয় বিসিবিকে। এতে আইসিসি, খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) বকেয়া পারিশ্রমিক নিয়ে চাপ তৈরি করে তাদের ওপর। এ বছর তাই ব্যাংক গ্যারান্টির ব্যাপারে কঠোর হতে চাইছে বিসিবি।
এ মাসের মাঝামাঝি সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা ও ড্রাফটের আগে প্লেয়ার ধরে রাখার তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সরাসরি স্বাক্ষরে নেওয়ার বিষয়ের নিয়মনীতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে দ্রুতই। আর নির্বাচকেরা দ্রুতই ক্রিকেটারদের গ্রেডিংভিত্তিক মূল্যের ড্রাফট তৈরি চূড়ান্ত করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু করতে চান। তবে আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ভাবনায় রেখে টুর্নামেন্টের সূচি কদিন এগোতে কিংবা পেছাতে পারে, যাতে বিপিএলের শেষ চারে আরও বেশি নামীদামি বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া যায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সামনে রেখে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিক-সংশ্লিষ্টদের সঙ্গে বসতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বিপিএলে সাত দলের মধ্যে পাঁচটি দল—বরিশাল, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও খুলনা নিজেদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত করলেও ঢাকা ও লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়। ক্ষমতার পটপরিবর্তনের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল আছেন দেশের বাইরে। তাঁদের জায়গায় নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবি। ঢাকা ও কুমিল্লার দল পেতে এরই মধ্যে রিমার্ক হারল্যান ও মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএল কমিটি কাল বসে দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুবুল আনম, নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও খালেদ মাহমুদ সুজন। ৭ থেকে ১০ দিনের মধ্যে বাকি দুটি দল চূড়ান্ত করতে চায় বিসিবি। সাত দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য তাদের।
ওরাসকম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কাল কেউ কথা বলেনি। তবে রিমার্ক হারল্যানের পক্ষ থেকে নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন বিপিএলে দল পেতে আশাবাদী। তিনি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি। বিসিবির সভাপতির সঙ্গে আমি এই প্রথম কথা বললাম। দারুণ খুশি। তাঁদের কথাবার্তা দারুণ লেগেছে। তাঁদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারে, যা বুঝলাম। বিপিএল নিয়ে ভালো কাজ করতে চান। তাঁরা আমাদের পরিকল্পনা জানতে চেয়েছেন। আমরাও আমাদের আগ্রহের কথা জানিয়েছি। এখন সবকিছু বিসিবির হাতে। তারা আমাদের জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আমাদের জানিয়ে দেবে—হ্যাঁ অথবা না। বিপিএল ড্রাফট নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি।’
সূত্র জানিয়েছে, প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ২৭ সেপ্টেম্বর। দলগুলোর স্বত্বাধিকারীদের কাছ থেকে আসরভিত্তিক অংশগ্রহণ ফি বাবদ দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিবিতে জমা দিতে বলা হয়েছিল ৩ সেপ্টেম্বরের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ সেটি জমা দিতে পারেনি। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি থাকবে সাড়ে ৮ কোটি টাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলো কিছুটা সময় চেয়েছে। বিসিবি চাইছে ১৫-২০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টিসহ ফ্র্যাঞ্চাইজি ফি নিতে। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রায় প্রতিবছর বিপাকে পড়তে হয় বিসিবিকে। এতে আইসিসি, খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) বকেয়া পারিশ্রমিক নিয়ে চাপ তৈরি করে তাদের ওপর। এ বছর তাই ব্যাংক গ্যারান্টির ব্যাপারে কঠোর হতে চাইছে বিসিবি।
এ মাসের মাঝামাঝি সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা ও ড্রাফটের আগে প্লেয়ার ধরে রাখার তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সরাসরি স্বাক্ষরে নেওয়ার বিষয়ের নিয়মনীতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে দ্রুতই। আর নির্বাচকেরা দ্রুতই ক্রিকেটারদের গ্রেডিংভিত্তিক মূল্যের ড্রাফট তৈরি চূড়ান্ত করবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন, আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু করতে চান। তবে আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ভাবনায় রেখে টুর্নামেন্টের সূচি কদিন এগোতে কিংবা পেছাতে পারে, যাতে বিপিএলের শেষ চারে আরও বেশি নামীদামি বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া যায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫