কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। হিসেবে দুই দিনও হয়নি। তবু এই টেস্টের ফল বের করেছে ভারত। দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে ভারত।
২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হয়েছিল দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির বাগড়া, আলোক স্বল্পতায় কেবল ৩৫ ওভার খেলা চালানো গিয়েছিল। পরের দুই দিন (দ্বিতীয় ও তৃতীয় দিন) নানা জটিলতায় খেলা চালানোই সম্ভব হয়নি। পাশার দান বদলে যায় চতুর্থ দিনে এসে। বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ব্যাটিংয়ের গিয়ার বদলে ফেলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা। রেকর্ড বই তছনছ করে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম ইনিংসে ৫২ রানের যে লিড পেয়ে যায় সেটাই ভারতকে কাজে দেয়। পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে স্বাগতিকেরা লক্ষ্য পায় মাত্র ৯৫ রানের। ১০৪ বলে খেলা শেষ করে ম্যাচ শেষে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা এখানে আড়াই দিন হারিয়ে ফেলেছি। যখন ম্যাচটা চতুর্থ দিনে গড়াল, আমাদের পরিকল্পনা ছিল দ্রুত তাদের (বাংলাদেশ) অলআউট করা। দেখতে চেয়েছি আমরা কত রান করতে পারি।’
ভারত তাদের প্রথম ইনিংসে যে একগাদা রেকর্ড করে, সেখানে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন জয়সওয়াল। খেলেছেন মাত্র ৫২ বল। সেই ইনিংসে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত (১১ বলে ২৩ রান) ও কোহলি (৩৫ বলে ৪৭ রান) বেধড়ক পিটুনি দিয়েছেন বাংলাদেশের বোলারদের। বিস্ফোরক ব্যাটিংয়ের এমন ঝুঁকি নিতে ভারত প্রস্তুত ছিল বলে উল্লেখ করেন রোহিত, ‘যখন ২৩০ রানে তারা (বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রান) অলআউট হয়েছিল, আমরা কত রান করতে পারি সেটা নিয়ে ভাবিনি। তবে কত ওভার পাই সেটার চিন্তাভাবনা ছিল আমাদের। পিচে বোলারদের জন্য কিছু ছিল না। ব্যাটাররা ঝুঁকি নিতে রাজি ছিল এবং আমরাও সুযোগ লুফে নেওয়ার জন্য প্রস্তুত ছিল।’
ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রধান কোচের মেয়াদ শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের। দ্রুতই দ্রাবিড়ের চেয়ারে বসলেন গৌতম গম্ভীর। নতুন কোচ গম্ভীরের সঙ্গে রোহিতের শুরুটা অবশ্য ভালো হয়নি। রোহিতের নেতৃত্বে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ গত মাসে হেরেছিল ভারত।
শ্রীলঙ্কা সফর শেষের প্রায় দেড় মাস পর ভারত এবার উড়িয়ে দেয় বাংলাদেশকে। যেখানে প্রথম টেস্টে চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারায় ভারতীয়রা। কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সে ব্যাপারে রোহিত আজ বলেন, ‘জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কাজ করতে হয়। রাহুল (দ্রাবিড়) ভাই জানালেন তার শেষ। তার সঙ্গে সময়টা দারুণ কেটেছিল। দল হিসেবে আমাদের তো এগিয়ে যেতেই হবে। গম্ভীরের সঙ্গে আমি খেলেছি এবং তার মানসিকতা সম্পর্কে জানি।’
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। হিসেবে দুই দিনও হয়নি। তবু এই টেস্টের ফল বের করেছে ভারত। দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে ভারত।
২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হয়েছিল দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির বাগড়া, আলোক স্বল্পতায় কেবল ৩৫ ওভার খেলা চালানো গিয়েছিল। পরের দুই দিন (দ্বিতীয় ও তৃতীয় দিন) নানা জটিলতায় খেলা চালানোই সম্ভব হয়নি। পাশার দান বদলে যায় চতুর্থ দিনে এসে। বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ব্যাটিংয়ের গিয়ার বদলে ফেলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা। রেকর্ড বই তছনছ করে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম ইনিংসে ৫২ রানের যে লিড পেয়ে যায় সেটাই ভারতকে কাজে দেয়। পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে স্বাগতিকেরা লক্ষ্য পায় মাত্র ৯৫ রানের। ১০৪ বলে খেলা শেষ করে ম্যাচ শেষে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা এখানে আড়াই দিন হারিয়ে ফেলেছি। যখন ম্যাচটা চতুর্থ দিনে গড়াল, আমাদের পরিকল্পনা ছিল দ্রুত তাদের (বাংলাদেশ) অলআউট করা। দেখতে চেয়েছি আমরা কত রান করতে পারি।’
ভারত তাদের প্রথম ইনিংসে যে একগাদা রেকর্ড করে, সেখানে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন জয়সওয়াল। খেলেছেন মাত্র ৫২ বল। সেই ইনিংসে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত (১১ বলে ২৩ রান) ও কোহলি (৩৫ বলে ৪৭ রান) বেধড়ক পিটুনি দিয়েছেন বাংলাদেশের বোলারদের। বিস্ফোরক ব্যাটিংয়ের এমন ঝুঁকি নিতে ভারত প্রস্তুত ছিল বলে উল্লেখ করেন রোহিত, ‘যখন ২৩০ রানে তারা (বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রান) অলআউট হয়েছিল, আমরা কত রান করতে পারি সেটা নিয়ে ভাবিনি। তবে কত ওভার পাই সেটার চিন্তাভাবনা ছিল আমাদের। পিচে বোলারদের জন্য কিছু ছিল না। ব্যাটাররা ঝুঁকি নিতে রাজি ছিল এবং আমরাও সুযোগ লুফে নেওয়ার জন্য প্রস্তুত ছিল।’
ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রধান কোচের মেয়াদ শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের। দ্রুতই দ্রাবিড়ের চেয়ারে বসলেন গৌতম গম্ভীর। নতুন কোচ গম্ভীরের সঙ্গে রোহিতের শুরুটা অবশ্য ভালো হয়নি। রোহিতের নেতৃত্বে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ গত মাসে হেরেছিল ভারত।
শ্রীলঙ্কা সফর শেষের প্রায় দেড় মাস পর ভারত এবার উড়িয়ে দেয় বাংলাদেশকে। যেখানে প্রথম টেস্টে চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারায় ভারতীয়রা। কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সে ব্যাপারে রোহিত আজ বলেন, ‘জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কাজ করতে হয়। রাহুল (দ্রাবিড়) ভাই জানালেন তার শেষ। তার সঙ্গে সময়টা দারুণ কেটেছিল। দল হিসেবে আমাদের তো এগিয়ে যেতেই হবে। গম্ভীরের সঙ্গে আমি খেলেছি এবং তার মানসিকতা সম্পর্কে জানি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে