জুলাই মাসে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন অঝোর ধারায় কেঁদে ছিলেন তামিম ইকবাল। আজও চোখ অশ্রুতে ঝাপসা হলো, তবে কাঁদলেন না। পাথর মন নিয়ে ভিডিও বার্তায় বলে গেলেন কঠিন সব কথা।
গত পরশু রাত থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসা হয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঘন হয়েছিল বিতর্কের মেঘ। নাটক হয়েছে তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা, না থাকাকে নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে চড়া হয়নি দেশসেরা ওপেনারের। খেলা হচ্ছে না বিশ্বকাপে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর আজ কিছু কথা বলতে চান, তামিমের এমন স্ট্যাটাসে বাড়ছিল কৌতূহল!
বিস্ফোরক কিছু যে বলতে চলেছেন তামিম, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তেমনটাই। এবার চূড়ান্ত অবসরের ঘোষণাও দিতে পারেন, ছিল এমন গুঞ্জনও। ১২ মিনিটের ভিডিও বার্তায় অনেক কিছুই বলেছেন তামিম। নিজে খেলতে না পারলেও দলকে বিশ্বকাপে শুভেচ্ছা জানিয়েছেন। আবার একই সঙ্গে সেটাও বলেছেন তাঁকে ঘিরে যা হয়েছে সবই ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, ‘অনেক কিছুই ঘটেছে এটা আপনারা দেখেছেন, আমি নিশ্চিত। একটা কাহিনি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুটো কাহিনি ভুল-বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনি হয় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে হয়।’
সরাসরি অবসরের ঘোষণা না থাকলেও ইঙ্গিতপূর্ণ কথাও অবশ্য বলেছেন তামিম, ‘একটা কথা, আমাকে সবাই মনে রাখবেন। ভুলে যাবেন না।’
জুলাই মাসে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন অঝোর ধারায় কেঁদে ছিলেন তামিম ইকবাল। আজও চোখ অশ্রুতে ঝাপসা হলো, তবে কাঁদলেন না। পাথর মন নিয়ে ভিডিও বার্তায় বলে গেলেন কঠিন সব কথা।
গত পরশু রাত থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসা হয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঘন হয়েছিল বিতর্কের মেঘ। নাটক হয়েছে তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা, না থাকাকে নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে চড়া হয়নি দেশসেরা ওপেনারের। খেলা হচ্ছে না বিশ্বকাপে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর আজ কিছু কথা বলতে চান, তামিমের এমন স্ট্যাটাসে বাড়ছিল কৌতূহল!
বিস্ফোরক কিছু যে বলতে চলেছেন তামিম, ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তেমনটাই। এবার চূড়ান্ত অবসরের ঘোষণাও দিতে পারেন, ছিল এমন গুঞ্জনও। ১২ মিনিটের ভিডিও বার্তায় অনেক কিছুই বলেছেন তামিম। নিজে খেলতে না পারলেও দলকে বিশ্বকাপে শুভেচ্ছা জানিয়েছেন। আবার একই সঙ্গে সেটাও বলেছেন তাঁকে ঘিরে যা হয়েছে সবই ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, ‘অনেক কিছুই ঘটেছে এটা আপনারা দেখেছেন, আমি নিশ্চিত। একটা কাহিনি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুটো কাহিনি ভুল-বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনি হয় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে হয়।’
সরাসরি অবসরের ঘোষণা না থাকলেও ইঙ্গিতপূর্ণ কথাও অবশ্য বলেছেন তামিম, ‘একটা কথা, আমাকে সবাই মনে রাখবেন। ভুলে যাবেন না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫