নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে।
চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন।
প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে।
এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে।
চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন।
প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে।
এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫