২০২৪ আইপিএল নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেয় মোস্তাফিজুর রহমানকে। ‘মুক্ত’ মোস্তাফিজকে এরপর এক মাস না যেতেই কিনে নেয় চেন্নাই সুপার কিংস। ১৭ তম আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই।
এক বিজ্ঞপ্তিতে আজ ২০২৪ আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি মূলত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এব্ং এই সময় হবে ২১ ম্যাচ। ২২ মার্চ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। মোস্তাফিজ যে চেন্নাইয়ের হয়ে খেলবেন, সেখানে আছেন মহেন্দ্র সিং ধোনির মতো ‘ট্রফি কালেক্টর’। শিরোপা জেতা ধোনি একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। আরও আছেন রবীন্দ্র জাদেজা, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনারের মতো তারকারা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসের মতো তারকারা। সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের উদ্বোধনী ম্যাচে তারকাদের মিলনমেলাই হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
উদ্বোধনী ম্যাচ ছাড়া অন্যান্য দিন একটা ম্যাচ যখন হবে, সেই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুটি ম্যাচ যেদিন থাকবে, সেখানে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। সঙ্গে রাত ৮টার ম্যাচ তো থাকছেই।
আংশিক যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে একমাত্র দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। ক্যাপিটালসের ম্যাচ দুটি হবে বিশাখাপত্তনমে। ক্রিকইনফো জানতে পেরেছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৭ মার্চের ফাইনালসহ নারী প্রিমিয়ার লিগের ১১ ম্যাচ হবে। আইপিএল গভর্নিং কাউন্সিলকে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে মাঠ প্রস্তুত করার মতো যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না এখানে।
প্লে অফের চার ম্যাচসহ এবারের আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২৬ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা। এর পাঁচ দিন পর ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি ঘোষণা নির্ভর করছে ভারতের নির্বাচন কমিশনের ওপর। এপ্রিল-মে মাসে ভারতের নির্বাচন হওয়ার কথা।
গত বছরের ১৯ ডিসেম্বর হয়েছে ২০২৪ আইপিএলের নিলাম। সেখানে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজ।বাংলাদেশের এই পেসারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিয়েছে চেন্নাই। গুজরাট টাইটানসকে হারিয়ে ২০২৩ আইপিএলের শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস।
২০২৪ আইপিএল নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেয় মোস্তাফিজুর রহমানকে। ‘মুক্ত’ মোস্তাফিজকে এরপর এক মাস না যেতেই কিনে নেয় চেন্নাই সুপার কিংস। ১৭ তম আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই।
এক বিজ্ঞপ্তিতে আজ ২০২৪ আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি মূলত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এব্ং এই সময় হবে ২১ ম্যাচ। ২২ মার্চ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। মোস্তাফিজ যে চেন্নাইয়ের হয়ে খেলবেন, সেখানে আছেন মহেন্দ্র সিং ধোনির মতো ‘ট্রফি কালেক্টর’। শিরোপা জেতা ধোনি একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। আরও আছেন রবীন্দ্র জাদেজা, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনারের মতো তারকারা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসের মতো তারকারা। সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের উদ্বোধনী ম্যাচে তারকাদের মিলনমেলাই হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
উদ্বোধনী ম্যাচ ছাড়া অন্যান্য দিন একটা ম্যাচ যখন হবে, সেই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুটি ম্যাচ যেদিন থাকবে, সেখানে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। সঙ্গে রাত ৮টার ম্যাচ তো থাকছেই।
আংশিক যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে একমাত্র দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। ক্যাপিটালসের ম্যাচ দুটি হবে বিশাখাপত্তনমে। ক্রিকইনফো জানতে পেরেছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৭ মার্চের ফাইনালসহ নারী প্রিমিয়ার লিগের ১১ ম্যাচ হবে। আইপিএল গভর্নিং কাউন্সিলকে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে মাঠ প্রস্তুত করার মতো যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না এখানে।
প্লে অফের চার ম্যাচসহ এবারের আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২৬ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা। এর পাঁচ দিন পর ১ জুন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের দ্বিতীয় ভাগের সূচি ঘোষণা নির্ভর করছে ভারতের নির্বাচন কমিশনের ওপর। এপ্রিল-মে মাসে ভারতের নির্বাচন হওয়ার কথা।
গত বছরের ১৯ ডিসেম্বর হয়েছে ২০২৪ আইপিএলের নিলাম। সেখানে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজ।বাংলাদেশের এই পেসারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিয়েছে চেন্নাই। গুজরাট টাইটানসকে হারিয়ে ২০২৩ আইপিএলের শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫