এশিয়া কাপ শুরুর আগেই ভেন্যু নিয়ে জল ঘোলা তো কম হয়নি। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরও আরেক দফা এশিয়া কাপের ভেন্যু বদলানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ম্যাচও।
৩১ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম পর্ব। আজ ভারত-নেপাল ম্যাচ শেষ হলে প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষ হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেসে যাওয়াতেই যেন আয়োজক কর্তৃপক্ষের দুশ্চিন্তা বেড়ে গেছে। সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনালসহ ৬টা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা এই ৬ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কলম্বোতে সাধারণত অক্টোবরে বর্ষাকাল শুরু হলেও এবার তা আগেভাগেই চলে এসেছে। যার মধ্যে ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কলম্বো থেকে ম্যাচ সরে গেলে বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে জানা গেছে, ডাম্বুলার কাছে হোটেল ব্যবস্থাপনা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে কাজ চলছে। ক্যান্ডি ও কলম্বোর তুলনায় সাধারণত এই সময়ে বৃষ্টি কম হয়। আর শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের আয়োজক কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।
আগামীকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পরশু লাহোরে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। বাকি ৬ ম্যাচের ভেন্যু কলম্বো থেকে সরানো হবে কি না, তা এখনো জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোয় সেপ্টেম্বরে পুরুষ ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।
এশিয়া কাপ শুরুর আগেই ভেন্যু নিয়ে জল ঘোলা তো কম হয়নি। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পরও আরেক দফা এশিয়া কাপের ভেন্যু বদলানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ম্যাচও।
৩১ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম পর্ব। আজ ভারত-নেপাল ম্যাচ শেষ হলে প্রথম পর্বের পাঁচ ম্যাচ শেষ হয়ে যাবে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানে এরই মধ্যে দুই ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ভেসে যাওয়াতেই যেন আয়োজক কর্তৃপক্ষের দুশ্চিন্তা বেড়ে গেছে। সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনালসহ ৬টা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা এই ৬ ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কলম্বোতে সাধারণত অক্টোবরে বর্ষাকাল শুরু হলেও এবার তা আগেভাগেই চলে এসেছে। যার মধ্যে ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কলম্বো থেকে ম্যাচ সরে গেলে বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে ডাম্বুলায় ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে জানা গেছে, ডাম্বুলার কাছে হোটেল ব্যবস্থাপনা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে কাজ চলছে। ক্যান্ডি ও কলম্বোর তুলনায় সাধারণত এই সময়ে বৃষ্টি কম হয়। আর শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের আয়োজক কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি।
আগামীকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে পরশু লাহোরে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। বাকি ৬ ম্যাচের ভেন্যু কলম্বো থেকে সরানো হবে কি না, তা এখনো জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোয় সেপ্টেম্বরে পুরুষ ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটি বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫