নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয় দিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলে বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের ১৬ রানে হারিয়েছে মেহেরবের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেরা অল্প রানে আউট হয়ে আফগানদেরও বেশি দূর আগাতে দেয়নি বাংলাদেশ যুবারা। দারুণ বোলিংয়ে ১৩৮ রানে অলআউট করে আফগান যুবাদের।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা আফগানরা শুরুতেই উইকেট হারায়। ওপেনার সুলিমান আরবজাইয়ে উইকেট হারায় তারা। অধিনায়ক সুলিমান সাইফ দ্বিতীয় উইকেটে ইজাজ আহমেদকে নিয়ে ৪২ রানের জুটি গড়ে আগানোর চেষ্টা করেন। এরপর ইজাজ (১৮) ও মোহাম্মাদউল্লাহ নাজিবুল্লাহ (৫) অল্প সময়ের ব্যবধানে আউট হলে কিছুটা চাপে পড়ে আফগান যুবারা। সাইফ ৪৮ রান করে আউট হলে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপ আরও বেড়ে যায়।
চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আফগান যুবারা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ১৩৮ রানে অলআউট হয় তারা। ১৬ রানের জয় পায় বাংলাদেশ। রিপন মণ্ডল ৪ টি, আশিকুর জামান ও নাঈমুর রহমান ২টি এবং এসএম মেহেরব ও আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আফগান যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১২ রানে ফিরে যান মোফিজুল ইসলাম (৫) ও আরিফুল ইসলাম (০)। তৃতীয় উইকেট প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা শুরুর চাপ সামাল দেন। ৬০ রানের জুটি গড়েন তারা। ২২ রান করে আইচ মোল্লা আউট হলে ভাঙে এই জুটি।
এরপর বাংলাদেশ যুবাদের আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেনি। নাবিল ৪২ রান করে দলীয় ৮৮ রানে আউট হন। অধিনায়ক এসএম মেহেরব হানান ৪৯ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৩৮.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
জয় দিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলে বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের ১৬ রানে হারিয়েছে মেহেরবের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেরা অল্প রানে আউট হয়ে আফগানদেরও বেশি দূর আগাতে দেয়নি বাংলাদেশ যুবারা। দারুণ বোলিংয়ে ১৩৮ রানে অলআউট করে আফগান যুবাদের।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা আফগানরা শুরুতেই উইকেট হারায়। ওপেনার সুলিমান আরবজাইয়ে উইকেট হারায় তারা। অধিনায়ক সুলিমান সাইফ দ্বিতীয় উইকেটে ইজাজ আহমেদকে নিয়ে ৪২ রানের জুটি গড়ে আগানোর চেষ্টা করেন। এরপর ইজাজ (১৮) ও মোহাম্মাদউল্লাহ নাজিবুল্লাহ (৫) অল্প সময়ের ব্যবধানে আউট হলে কিছুটা চাপে পড়ে আফগান যুবারা। সাইফ ৪৮ রান করে আউট হলে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপ আরও বেড়ে যায়।
চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আফগান যুবারা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ১৩৮ রানে অলআউট হয় তারা। ১৬ রানের জয় পায় বাংলাদেশ। রিপন মণ্ডল ৪ টি, আশিকুর জামান ও নাঈমুর রহমান ২টি এবং এসএম মেহেরব ও আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আফগান যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১২ রানে ফিরে যান মোফিজুল ইসলাম (৫) ও আরিফুল ইসলাম (০)। তৃতীয় উইকেট প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা শুরুর চাপ সামাল দেন। ৬০ রানের জুটি গড়েন তারা। ২২ রান করে আইচ মোল্লা আউট হলে ভাঙে এই জুটি।
এরপর বাংলাদেশ যুবাদের আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেনি। নাবিল ৪২ রান করে দলীয় ৮৮ রানে আউট হন। অধিনায়ক এসএম মেহেরব হানান ৪৯ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৩৮.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫