অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এবারের বিশ্বকাপে বাংলাদেশকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ব্যাটার শান্ত যে ছন্দে নেই মোটেও। এমনকি গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, নেপাল—এ দুই তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও ব্যর্থ হয়েছেন। শিষ্যর এমন অবস্থায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শান্ত এবারের বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে করেছেন ২৬ রান। গড় ৬.৫ ও স্ট্রাইকরেট ৫৯.০৯। অধিনায়কের মতো বেহাল দশা টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও লিটন দাসেরও। লিটন কোনো রকমে টুর্নামেন্টে ৫০ পেরিয়েছেন। তানজিদ তামিম ৪ ম্যাচে করেছেন ৪৬ রান। হাথুরুসিংহের মতে, শুধু বাংলাদেশের নয়, এবারের বিশ্বকাপে শুরুর দিকের ব্যাটাররা ধুঁকছেন বেশির ভাগ সময়। হাথুরুর কথা একেবারেই অমূলক নয়। বিরাট কোহলি এবার ওপেনিংয়ে তিন ম্যাচ মিলে করেছেন ৫ রান। এ ছাড়া রোহিত শর্মা, এইডেন মার্করামের মতো অধিনায়কেরা টপ অর্ডারে নেমেও ইনিংস বড় করতে পারছেন না।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে গতকাল দুপুরে কুলিজ গ্রাউন্ডে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘কেবল শান্ত নয়। বেশির ভাগ দলের টপ অর্ডারই এবার সংগ্রাম করছে। কারণ এখানের পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। কারণ বিষয়টা হলো, বেশির ভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। তাতে শুরুর দিকে দুই-তিনজন ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি ১০ দেখায় বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ এবং অস্ট্রেলিয়া জিতেছে ৬ ম্যাচ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা আছেন দারুণ ছন্দে। ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তুলনায় যৌথভাবে তিনে তানজিম হাসান সাকিব। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরাও দেখাচ্ছেন ভেলকি। সেই তুলনায় ব্যাটাররা যে বেশ বিবর্ণ, সেটা তো পরিসংখ্যানই বলে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শিষ্যদের দায়িত্ব নিয়ে খেলতে বলছেন হাথুরু, ‘এই ম্যাচেও চাইব ছেলেরা উপভোগ করুক মাঠে, তা যত বড় ম্যাচই হোক। তার মানে এই নয় যে তাদের মাঠে যা খুশি তা করার অধিকার রয়েছে। সবার নির্দিষ্ট দায়িত্ব আছে দলে। সেটা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা আছে। এটা দেশ, ক্লাব—সব জায়গার জন্য প্রযোজ্য।’
অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এবারের বিশ্বকাপে বাংলাদেশকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ব্যাটার শান্ত যে ছন্দে নেই মোটেও। এমনকি গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, নেপাল—এ দুই তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও ব্যর্থ হয়েছেন। শিষ্যর এমন অবস্থায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শান্ত এবারের বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে করেছেন ২৬ রান। গড় ৬.৫ ও স্ট্রাইকরেট ৫৯.০৯। অধিনায়কের মতো বেহাল দশা টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও লিটন দাসেরও। লিটন কোনো রকমে টুর্নামেন্টে ৫০ পেরিয়েছেন। তানজিদ তামিম ৪ ম্যাচে করেছেন ৪৬ রান। হাথুরুসিংহের মতে, শুধু বাংলাদেশের নয়, এবারের বিশ্বকাপে শুরুর দিকের ব্যাটাররা ধুঁকছেন বেশির ভাগ সময়। হাথুরুর কথা একেবারেই অমূলক নয়। বিরাট কোহলি এবার ওপেনিংয়ে তিন ম্যাচ মিলে করেছেন ৫ রান। এ ছাড়া রোহিত শর্মা, এইডেন মার্করামের মতো অধিনায়কেরা টপ অর্ডারে নেমেও ইনিংস বড় করতে পারছেন না।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে গতকাল দুপুরে কুলিজ গ্রাউন্ডে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘কেবল শান্ত নয়। বেশির ভাগ দলের টপ অর্ডারই এবার সংগ্রাম করছে। কারণ এখানের পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। কারণ বিষয়টা হলো, বেশির ভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। তাতে শুরুর দিকে দুই-তিনজন ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি ১০ দেখায় বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ এবং অস্ট্রেলিয়া জিতেছে ৬ ম্যাচ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা আছেন দারুণ ছন্দে। ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তুলনায় যৌথভাবে তিনে তানজিম হাসান সাকিব। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরাও দেখাচ্ছেন ভেলকি। সেই তুলনায় ব্যাটাররা যে বেশ বিবর্ণ, সেটা তো পরিসংখ্যানই বলে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শিষ্যদের দায়িত্ব নিয়ে খেলতে বলছেন হাথুরু, ‘এই ম্যাচেও চাইব ছেলেরা উপভোগ করুক মাঠে, তা যত বড় ম্যাচই হোক। তার মানে এই নয় যে তাদের মাঠে যা খুশি তা করার অধিকার রয়েছে। সবার নির্দিষ্ট দায়িত্ব আছে দলে। সেটা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা আছে। এটা দেশ, ক্লাব—সব জায়গার জন্য প্রযোজ্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫