বাংলাদেশে ইংল্যান্ডের সফর নিয়ে সূচি চূড়ান্ত হয়েছে। একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সিরিজের সূচি চূড়ান্ত করে তা নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড-ইসিবি।
পয়লা মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু হবে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ। এরপর চট্টগ্রাম পর্বের শুরু হবে ৬ মার্চে। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে চট্টগ্রামে। তারপর ঢাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছিল ইংলিশরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেইর কনর সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘এটা রোমাঞ্চিত হওয়ার মত খবর যে, ইংল্যান্ড পুরুষ দল ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশ অপেক্ষা করবে আমাদের জন্য। আমরা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমগ্র বাংলাদেশেই ক্রিকেটের প্রতি দারুণ আবেগ কাজ করে, এবং ঘরের মাঠে আমরা দারুণ রেকর্ড নিয়ে এগিয়ে থাকলেও সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি।’
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর
বাংলাদেশে ইংল্যান্ডের সফর নিয়ে সূচি চূড়ান্ত হয়েছে। একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সিরিজের সূচি চূড়ান্ত করে তা নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড-ইসিবি।
পয়লা মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু হবে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ। এরপর চট্টগ্রাম পর্বের শুরু হবে ৬ মার্চে। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে চট্টগ্রামে। তারপর ঢাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছিল ইংলিশরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেইর কনর সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘এটা রোমাঞ্চিত হওয়ার মত খবর যে, ইংল্যান্ড পুরুষ দল ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশ অপেক্ষা করবে আমাদের জন্য। আমরা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমগ্র বাংলাদেশেই ক্রিকেটের প্রতি দারুণ আবেগ কাজ করে, এবং ঘরের মাঠে আমরা দারুণ রেকর্ড নিয়ে এগিয়ে থাকলেও সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি।’
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে