রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। টেস্টের দুই দিন আগে গত রাতে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যেটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে খেলোয়াড় ছেড়ে দেওয়ার মিশনে নামে পাকিস্তান। প্রথমে আবরার আহমেদ ও কামরান গুলামকে টেস্ট দল থেকে বাদ দিয়ে তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। পরে আমির জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরাল পাকিস্তান। প্রথম টেস্টের যে একাদশ পাকিস্তান দিয়েছে, সেটা পেস নির্ভর একাদশ। বাবর আজম, সালমান আলী আগা স্পিনার হলেও তাঁরা কালেভদ্রে বোলিং করেন। বাংলাদেশের বিপক্ষে একাদশ নিয়ে ক্রিকেট পাকিস্তানকে গতকাল আকমল বলেন, ‘জেসন গিলেস্পির (পাকিস্তানের টেস্টে বর্তমান কোচ) অধীনে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতা নিয়ে কথা বলছি। তবে অস্ট্রেলিয়া কি নাথান লায়ন ছাড়া খেলতে পারত? ভারত কি অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে খেলত? না, তারা সেটা করত না। আপনার আবরার আছে। তবে আপনারা তার (আবরার) আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছেন।’
মুলতানে ২০২২ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আবরারের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তান নিয়মিত ম্যাচ খেললেও আবরার খেলেছেন ৯ ম্যাচ। যেখানে পাকিস্তানের তরুণ লেগস্পিনার খেলেছেন ৬ টেস্ট এবং ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আবরার নিয়ে আকমল বলেন, ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে সেই ছেলেটার (আবরার) ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তার ফিটনেস এবং মাঠের বাইরের ঘটনাকে ফলাও করে প্রচার করা হচ্ছে।’
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী
আরও পড়ুন–
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। টেস্টের দুই দিন আগে গত রাতে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যেটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে খেলোয়াড় ছেড়ে দেওয়ার মিশনে নামে পাকিস্তান। প্রথমে আবরার আহমেদ ও কামরান গুলামকে টেস্ট দল থেকে বাদ দিয়ে তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। পরে আমির জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরাল পাকিস্তান। প্রথম টেস্টের যে একাদশ পাকিস্তান দিয়েছে, সেটা পেস নির্ভর একাদশ। বাবর আজম, সালমান আলী আগা স্পিনার হলেও তাঁরা কালেভদ্রে বোলিং করেন। বাংলাদেশের বিপক্ষে একাদশ নিয়ে ক্রিকেট পাকিস্তানকে গতকাল আকমল বলেন, ‘জেসন গিলেস্পির (পাকিস্তানের টেস্টে বর্তমান কোচ) অধীনে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতা নিয়ে কথা বলছি। তবে অস্ট্রেলিয়া কি নাথান লায়ন ছাড়া খেলতে পারত? ভারত কি অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে খেলত? না, তারা সেটা করত না। আপনার আবরার আছে। তবে আপনারা তার (আবরার) আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছেন।’
মুলতানে ২০২২ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আবরারের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তান নিয়মিত ম্যাচ খেললেও আবরার খেলেছেন ৯ ম্যাচ। যেখানে পাকিস্তানের তরুণ লেগস্পিনার খেলেছেন ৬ টেস্ট এবং ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আবরার নিয়ে আকমল বলেন, ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে সেই ছেলেটার (আবরার) ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তার ফিটনেস এবং মাঠের বাইরের ঘটনাকে ফলাও করে প্রচার করা হচ্ছে।’
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী
আরও পড়ুন–
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫