এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় পেতে চাতক পাখির মতো অপেক্ষা করছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া একমাত্র দল দিল্লি। দলের এমন বিবর্ণ পারফরম্যান্সে হতাশ দলটির সহকারী কোচ অজিত আগারকার।
গত মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে দিল্লি করেছিল ১৭২ রান। ১৭৩ রান তাড়া করতে নেমে ৭.৩ ওভারে মুম্বাইয়ের স্কোর ছিল ১ উইকেটে ৭১ রান। দুর্দান্ত শুরু করেও সহজে জিততে পারেনি রোহিত শর্মার দল। শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটের জয় পায় মুম্বাই। যেখানে ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান ১৫ রান দিলে সমীকরণ সহজ হয়ে যায় মুম্বাইয়ের। আর শেষ ওভারে ক্যাচ মিস করেছিলেন মুকেশ কুমার। সম্ভাবনা জাগিয়েও তাই জিততে না পারার আক্ষেপ আগারকারের, ‘আমরা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। দুই-তিনটা বলেই আমাদের শেষ ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। যেমন ভালো খেলা দরকার, তেমন ভালো হয়নি। দল হিসেবে আমরা কেমন, তা আমাদের জানা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে না।’
চার ম্যাচের চারটিতেই হেরে এবারের আইপিএল শুরু হয় দিল্লির। ব্যাটিং, বোলিং আশানুরূপ পারফরম্যান্স হচ্ছে না কোনোটিতেই। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও ভালো খেলতে পারেননি মোস্তাফিজ। ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। তবু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করছেন আগারকার। যেখানে আগামীকাল চিন্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে দিল্লি। দিল্লির সহকারী কোচ বলেন, ‘ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমাদের হাতেই। পরের ম্যাচেই আমাদের সুযোগ রয়েছে। যদি আমরা আমাদের সেরাটা দিই, তাহলে আমাদের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের ভুল শোধরানোর ব্যাপারে আমরা চেষ্টা করছি।’
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় পেতে চাতক পাখির মতো অপেক্ষা করছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া একমাত্র দল দিল্লি। দলের এমন বিবর্ণ পারফরম্যান্সে হতাশ দলটির সহকারী কোচ অজিত আগারকার।
গত মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে দিল্লি করেছিল ১৭২ রান। ১৭৩ রান তাড়া করতে নেমে ৭.৩ ওভারে মুম্বাইয়ের স্কোর ছিল ১ উইকেটে ৭১ রান। দুর্দান্ত শুরু করেও সহজে জিততে পারেনি রোহিত শর্মার দল। শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটের জয় পায় মুম্বাই। যেখানে ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান ১৫ রান দিলে সমীকরণ সহজ হয়ে যায় মুম্বাইয়ের। আর শেষ ওভারে ক্যাচ মিস করেছিলেন মুকেশ কুমার। সম্ভাবনা জাগিয়েও তাই জিততে না পারার আক্ষেপ আগারকারের, ‘আমরা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। দুই-তিনটা বলেই আমাদের শেষ ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। যেমন ভালো খেলা দরকার, তেমন ভালো হয়নি। দল হিসেবে আমরা কেমন, তা আমাদের জানা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে না।’
চার ম্যাচের চারটিতেই হেরে এবারের আইপিএল শুরু হয় দিল্লির। ব্যাটিং, বোলিং আশানুরূপ পারফরম্যান্স হচ্ছে না কোনোটিতেই। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও ভালো খেলতে পারেননি মোস্তাফিজ। ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। তবু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করছেন আগারকার। যেখানে আগামীকাল চিন্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে দিল্লি। দিল্লির সহকারী কোচ বলেন, ‘ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমাদের হাতেই। পরের ম্যাচেই আমাদের সুযোগ রয়েছে। যদি আমরা আমাদের সেরাটা দিই, তাহলে আমাদের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের ভুল শোধরানোর ব্যাপারে আমরা চেষ্টা করছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫