কথায় আছে, প্রথম প্রেম কখনো ভোলা যায় না। ইশ সোধির কাছে বাংলাদেশ যেন সেই ‘প্রথম প্রেম’। বাংলাদেশে এসে নিউজিল্যান্ডের লেগ স্পিনার হয়ে পড়েছেন স্মৃতিকাতর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত রাতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। লকি ফার্গুসনের নেতৃত্বাধীন কিউইদের এই দলে আছেন সোধি। বাংলাদেশে পা রাখতেই ১০ বছরের পুরোনো এক স্মৃতি তাঁকে বেশ টানছে। ২০১৩-এর অক্টোবরে ২১ বছরে তাঁর টেস্ট অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষে হওয়া সেই টেস্ট কিউই লেগ স্পিনারের জন্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচও। সে সময় দুই টেস্ট খেলার পর বাংলাদেশের মাঠে আর কখনোই খেলা হয়নি। নিউজিল্যান্ডের তৎকালীন টেস্ট অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তোলা পুরোনো এক ছবি আজ ফেসবুকে পোস্ট করেছেন সোধি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার লিখেছেন, ‘২০১৩ সালে অভিষেকের পর প্রথমবারের মতো বাংলাদেশে। যখন আপনি জীবনটা উপভোগ করবেন, সময় সত্যিই খুব দ্রুত কেটে যাবে।’ ২১,২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের মাঠে ২ টেস্ট খেলে নিয়েছেন ৬ উইকেট। ভেন্যুর মতো প্রতিপক্ষ হিসেবেও বাংলাদেশের সঙ্গে সোধির পরিচয়টা তুলনামূলক কম। বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট, ১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলেছেন। ১০ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে ৩ উইকেট নিয়েছেন তিনি। সেবার কিউইদের ১৪৬-এর লক্ষ্যে নামা বাংলাদেশ ৭০ রানে অলআউট হয়ে যায়।
কথায় আছে, প্রথম প্রেম কখনো ভোলা যায় না। ইশ সোধির কাছে বাংলাদেশ যেন সেই ‘প্রথম প্রেম’। বাংলাদেশে এসে নিউজিল্যান্ডের লেগ স্পিনার হয়ে পড়েছেন স্মৃতিকাতর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত রাতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। লকি ফার্গুসনের নেতৃত্বাধীন কিউইদের এই দলে আছেন সোধি। বাংলাদেশে পা রাখতেই ১০ বছরের পুরোনো এক স্মৃতি তাঁকে বেশ টানছে। ২০১৩-এর অক্টোবরে ২১ বছরে তাঁর টেস্ট অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষে হওয়া সেই টেস্ট কিউই লেগ স্পিনারের জন্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচও। সে সময় দুই টেস্ট খেলার পর বাংলাদেশের মাঠে আর কখনোই খেলা হয়নি। নিউজিল্যান্ডের তৎকালীন টেস্ট অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তোলা পুরোনো এক ছবি আজ ফেসবুকে পোস্ট করেছেন সোধি। নিউজিল্যান্ডের লেগ স্পিনার লিখেছেন, ‘২০১৩ সালে অভিষেকের পর প্রথমবারের মতো বাংলাদেশে। যখন আপনি জীবনটা উপভোগ করবেন, সময় সত্যিই খুব দ্রুত কেটে যাবে।’ ২১,২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের মাঠে ২ টেস্ট খেলে নিয়েছেন ৬ উইকেট। ভেন্যুর মতো প্রতিপক্ষ হিসেবেও বাংলাদেশের সঙ্গে সোধির পরিচয়টা তুলনামূলক কম। বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট, ১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলেছেন। ১০ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে ৩ উইকেট নিয়েছেন তিনি। সেবার কিউইদের ১৪৬-এর লক্ষ্যে নামা বাংলাদেশ ৭০ রানে অলআউট হয়ে যায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫