যে অন্ধকার গলির খবর আইসিসিকে না জানিয়ে বড় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান, সেই গলিতে সন্ধান মিলল হিথ স্ট্রিকের! পরশু বাংলাদেশের সাবেক বোলিং কোচকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছে দলের ভেতরের তথ্য পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। এই আগারওয়ালের ফাঁদে পা দিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। সাকিব–আগারওয়াল–স্ট্রিক—সবই কি এক সুতোয় গাঁথা?
জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে আগারওয়াল প্রথমে স্ট্রিকের সঙ্গে যোগাযোগ করেন। জিম্বাবুয়েতে একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা দিয়ে শুরু হয় যোগাযোগ। তাঁদের এই যোগাযোগ চলে আরও ১৫ মাস।
সাকিবের নিষেধাজ্ঞার সময়ই জানা গিয়েছিল, আগারওয়ালকে সাকিবের নাম্বার দিয়েছেন তাঁরই কাছের কেউ। তখন এ বিষয়ে কিছু জানায়নি আইসিসি।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে স্ট্রিকের নামটা খুব ভালোভাবেই জড়িয়ে। তাঁর অধীনেই বাংলাদেশের পেস বোলিং বিভাগটা ভালো করতে শুরু করে। স্ট্রিকের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের ভালো সখ্য থাকা তাই অস্বাভাবিক নয়। সাকিবের নাম্বার দিয়েছেন কে, এটি খোঁজ করতে গিয়ে আইসিসির নজরে আসেন সাবেক এই অলরাউন্ডার।
২০১৭ বিপিএলে আগারওয়াল স্ট্রিকের কাছে দলের ভেতরের তথ্য, বিশেষ করে কোন দল জিততে পারে, অধিনায়ক, মালিক এবং খেলোয়াড়দের ব্যাপারে জানতে চান। স্ট্রিক তিনজন খেলোয়াড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দেন। যদিও স্ট্রিক জানতেন আগারওয়াল এই খেলোয়াড়দের কাছে দলের ভেতরের তথ্য জানতে চাইবেন। তিনজনের ভেতর দুজনের সঙ্গে স্ট্রিক আগারওয়ালের ব্যাপারে নিজ থেকে কথা বলেন। যার মধ্যে একজন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।
বিপিএল চলার সময় ২০১৭ সালের নভেম্বরে আগারওয়াল প্রথম সাকিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিপিএলে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক ছিলেন সাকিব। বিপিএল শেষ হতেই পরের বছর অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়। সেখানে জিম্বাবুয়ের কোচ ছিলেন স্ট্রিক। সে সিরিজে আগারওয়াল সাকিবকে দলের ভেতরের তথ্য চেয়ে মেসেজ পাঠান।
একই বছরের ২৬ এপ্রিল আবারও সাকিবকে মেসেজ পাঠান আগারওয়াল। ভারতীয় জুয়াড়ির সঙ্গে যোগাযোগের এসব তথ্য আইসিসিকে না জানিয়ে নিষিদ্ধ হন সাকিব।
যে অন্ধকার গলির খবর আইসিসিকে না জানিয়ে বড় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান, সেই গলিতে সন্ধান মিলল হিথ স্ট্রিকের! পরশু বাংলাদেশের সাবেক বোলিং কোচকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছে দলের ভেতরের তথ্য পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। এই আগারওয়ালের ফাঁদে পা দিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। সাকিব–আগারওয়াল–স্ট্রিক—সবই কি এক সুতোয় গাঁথা?
জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে আগারওয়াল প্রথমে স্ট্রিকের সঙ্গে যোগাযোগ করেন। জিম্বাবুয়েতে একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা দিয়ে শুরু হয় যোগাযোগ। তাঁদের এই যোগাযোগ চলে আরও ১৫ মাস।
সাকিবের নিষেধাজ্ঞার সময়ই জানা গিয়েছিল, আগারওয়ালকে সাকিবের নাম্বার দিয়েছেন তাঁরই কাছের কেউ। তখন এ বিষয়ে কিছু জানায়নি আইসিসি।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে স্ট্রিকের নামটা খুব ভালোভাবেই জড়িয়ে। তাঁর অধীনেই বাংলাদেশের পেস বোলিং বিভাগটা ভালো করতে শুরু করে। স্ট্রিকের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের ভালো সখ্য থাকা তাই অস্বাভাবিক নয়। সাকিবের নাম্বার দিয়েছেন কে, এটি খোঁজ করতে গিয়ে আইসিসির নজরে আসেন সাবেক এই অলরাউন্ডার।
২০১৭ বিপিএলে আগারওয়াল স্ট্রিকের কাছে দলের ভেতরের তথ্য, বিশেষ করে কোন দল জিততে পারে, অধিনায়ক, মালিক এবং খেলোয়াড়দের ব্যাপারে জানতে চান। স্ট্রিক তিনজন খেলোয়াড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দেন। যদিও স্ট্রিক জানতেন আগারওয়াল এই খেলোয়াড়দের কাছে দলের ভেতরের তথ্য জানতে চাইবেন। তিনজনের ভেতর দুজনের সঙ্গে স্ট্রিক আগারওয়ালের ব্যাপারে নিজ থেকে কথা বলেন। যার মধ্যে একজন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।
বিপিএল চলার সময় ২০১৭ সালের নভেম্বরে আগারওয়াল প্রথম সাকিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিপিএলে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক ছিলেন সাকিব। বিপিএল শেষ হতেই পরের বছর অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়। সেখানে জিম্বাবুয়ের কোচ ছিলেন স্ট্রিক। সে সিরিজে আগারওয়াল সাকিবকে দলের ভেতরের তথ্য চেয়ে মেসেজ পাঠান।
একই বছরের ২৬ এপ্রিল আবারও সাকিবকে মেসেজ পাঠান আগারওয়াল। ভারতীয় জুয়াড়ির সঙ্গে যোগাযোগের এসব তথ্য আইসিসিকে না জানিয়ে নিষিদ্ধ হন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫