নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশ দলের। সুপার এইটি নিজেদের প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো খেলতে পারেনি তারা। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৮ রানে হারের পর আজ ভারতের বিপক্ষে হারল ৫০ রানে।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে আগে ব্যাটিংয়ের সুযোগ দেওয়াই যেন বড় ভুল সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ রানের মতো হবে। যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু তারা যেভাবে ব্যাটিং করেছে, তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা এসব আবহাওয়া ও বাতাসের সঙ্গে অভ্যস্ত। আমি মনে করি না এটা কোনো ইস্যু।’
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর শান্ত জানিয়েছিলেন ১৬০-১৭০ রান করা উচিত ছিল তাদের। কিছু রান কম করার আক্ষেপ ছিল তাঁর কণ্ঠে। পরের ম্যাচে ভারতকে ১৬০-১৭০ রানে আটকে রাখার পরিকল্পনা ছিল তাঁদের। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচেও শান্ত বলেছিলেন স্কোর ১৩০-১৪০ হওয়া উচিত ছিল।
ব্যাট হাতে ৩২ বলে ৪০ রান করেছেন শান্ত। তবে তাঁর উপলব্ধি ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল, ‘ব্যাটিংয়ে আজ আমাদের অনেক অপশন ছিল। কিন্তু যে ইনটেন্ট আমাদের দেখানোর দরকার ছিল সেটা আমরা পারিনি। আমি প্রতি ম্যাচে দলের হয়ে অবদান রাখার চেষ্টা করি। কিন্তু আমার চেষ্টা করা উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ নিয়ে দ্বিতীয়বার সুপার এইট খেলছে বাংলাদেশ দল। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটাররা বলেছিলেন, আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে ভিন্ন ফল অর্জন করাই তাঁদের লক্ষ্য। সেরকম কিছু অবশ্য দেখা মেলেনি। শান্তর মতে এই বিশ্বকাপের বাংলাদেশের প্রাপ্তি পেসার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন, ‘তানজিম সাকিব এই টুর্নামেন্টে আমাদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। আমি রিশাদের কথাও বলব। আমরা লম্বা সময় ধরে লেগ স্পিনার খুঁজছিলাম। তাকে পেয়ে আমরা খুশি।’
ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশ দলের। সুপার এইটি নিজেদের প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো খেলতে পারেনি তারা। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৮ রানে হারের পর আজ ভারতের বিপক্ষে হারল ৫০ রানে।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে আগে ব্যাটিংয়ের সুযোগ দেওয়াই যেন বড় ভুল সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ রানের মতো হবে। যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু তারা যেভাবে ব্যাটিং করেছে, তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা এসব আবহাওয়া ও বাতাসের সঙ্গে অভ্যস্ত। আমি মনে করি না এটা কোনো ইস্যু।’
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর শান্ত জানিয়েছিলেন ১৬০-১৭০ রান করা উচিত ছিল তাদের। কিছু রান কম করার আক্ষেপ ছিল তাঁর কণ্ঠে। পরের ম্যাচে ভারতকে ১৬০-১৭০ রানে আটকে রাখার পরিকল্পনা ছিল তাঁদের। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচেও শান্ত বলেছিলেন স্কোর ১৩০-১৪০ হওয়া উচিত ছিল।
ব্যাট হাতে ৩২ বলে ৪০ রান করেছেন শান্ত। তবে তাঁর উপলব্ধি ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল, ‘ব্যাটিংয়ে আজ আমাদের অনেক অপশন ছিল। কিন্তু যে ইনটেন্ট আমাদের দেখানোর দরকার ছিল সেটা আমরা পারিনি। আমি প্রতি ম্যাচে দলের হয়ে অবদান রাখার চেষ্টা করি। কিন্তু আমার চেষ্টা করা উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ নিয়ে দ্বিতীয়বার সুপার এইট খেলছে বাংলাদেশ দল। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটাররা বলেছিলেন, আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে ভিন্ন ফল অর্জন করাই তাঁদের লক্ষ্য। সেরকম কিছু অবশ্য দেখা মেলেনি। শান্তর মতে এই বিশ্বকাপের বাংলাদেশের প্রাপ্তি পেসার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন, ‘তানজিম সাকিব এই টুর্নামেন্টে আমাদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। আমি রিশাদের কথাও বলব। আমরা লম্বা সময় ধরে লেগ স্পিনার খুঁজছিলাম। তাকে পেয়ে আমরা খুশি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫