ক্রীড়া ডেস্ক
মেহেদী হাসানের ইয়র্কার বলটা পিচ করার পর মুহূর্তেই পড়ে গেল বেল। তাতেই তৈরি হলো তামিম ইকবালের তীরে এসে তরি ডোবার আক্ষেপ। এই আক্ষেপ ম্যাচ হারার নয়। সেঞ্চুরির কাছাকাছি এসে সেটা ফসকে যাওয়ার বেদনায় পড়তে হয়েছে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে।
জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। প্রথম ম্যাচে ব্যর্থতার পর নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। তাঁর টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে চড়ে টুর্নামেন্টে চট্টগ্রাম আছে দারুণ ছন্দে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বরিশালের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন। তবে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে।
টস জিতে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। শুরুটা আক্রমণাত্মক হলেও তামিম খেলতে থাকেন রয়েসয়ে। প্রথম ১৯ বলে করেন ২১ রান। অথচ তখন চট্টগ্রামের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। সময়ের সঙ্গে সঙ্গে তামিম হাত খুলে মারতে থাকেন। ৩৭ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন তামিম। বরিশালের বোলাররা তাতে খেই হারিয়ে ফেলেছেন। ১৬তম ওভারের শেষ দুই বলে কামরুল ইসলাম রাব্বিকে টানা দুটি ছক্কা মারেন তামিম। তিন অঙ্ক ছোঁয়া যখন তামিমের জন্য সহজ মনে হচ্ছিল, তখনই আশাভঙ্গের বেদনায় পুড়তে হয় তাঁকে। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ৯১ রান। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে। বরিশালের মেহেদী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও মঈনুল ইসলাম।
মেহেদী হাসানের ইয়র্কার বলটা পিচ করার পর মুহূর্তেই পড়ে গেল বেল। তাতেই তৈরি হলো তামিম ইকবালের তীরে এসে তরি ডোবার আক্ষেপ। এই আক্ষেপ ম্যাচ হারার নয়। সেঞ্চুরির কাছাকাছি এসে সেটা ফসকে যাওয়ার বেদনায় পড়তে হয়েছে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে।
জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। প্রথম ম্যাচে ব্যর্থতার পর নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। তাঁর টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে চড়ে টুর্নামেন্টে চট্টগ্রাম আছে দারুণ ছন্দে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বরিশালের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন। তবে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে।
টস জিতে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। শুরুটা আক্রমণাত্মক হলেও তামিম খেলতে থাকেন রয়েসয়ে। প্রথম ১৯ বলে করেন ২১ রান। অথচ তখন চট্টগ্রামের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। সময়ের সঙ্গে সঙ্গে তামিম হাত খুলে মারতে থাকেন। ৩৭ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন তামিম। বরিশালের বোলাররা তাতে খেই হারিয়ে ফেলেছেন। ১৬তম ওভারের শেষ দুই বলে কামরুল ইসলাম রাব্বিকে টানা দুটি ছক্কা মারেন তামিম। তিন অঙ্ক ছোঁয়া যখন তামিমের জন্য সহজ মনে হচ্ছিল, তখনই আশাভঙ্গের বেদনায় পুড়তে হয় তাঁকে। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ৯১ রান। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে। বরিশালের মেহেদী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও মঈনুল ইসলাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫