ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে ভালোর চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। সেটা তাঁর পারফরম্যান্সের কারণেই। হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে তিনি কোনো এক সময় জ্বলে ওঠেন। ছন্দে না থাকা বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দুঃসময়ে তাঁর পাশে ঢাকার সঙ্গে থাকছে রংপুরও।
এবারের বিপিএলে লিটন খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। স্টেডিয়ামে তাঁর ওপর দর্শকদের দুয়োধ্বনি সামাজিক মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খুব কম মানুষেরই সেটা নজর এড়িয়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ‘আক্রমণের’ ওপর ফ্র্যাঞ্চাইজিটি তাঁর সমর্থনে একটি পোস্ট দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’ রংপুর রাইডার্স লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।’
১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন। সেদিন সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেঞ্চুরিতে রেকর্ড বই তছনছ করে দেন তিনি। তবে ভেন্যু বদলাতেই দেখা গেল লিটনের ভিন্ন রূপ। ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বলে করেন ১৩ রান। বাউন্ডারি লাইনে লিটন যখন ফিল্ডিং করছিলেন, হঠাৎ কয়েক জন দর্শক ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। বারবার যখন এমনটা হচ্ছিল, লিটন দর্শকদের দিকে অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকেন।
ঢাকা ক্যাপিটালসের পোস্ট নিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজে বাংলাদেশের এই ব্যাটার লিখেছিলেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’ লিটনকে নিয়ে রংপুর রাইডার্সের পোস্টকেও সাধুবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ক্যারিয়ারে ভালোর চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। সেটা তাঁর পারফরম্যান্সের কারণেই। হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে তিনি কোনো এক সময় জ্বলে ওঠেন। ছন্দে না থাকা বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দুঃসময়ে তাঁর পাশে ঢাকার সঙ্গে থাকছে রংপুরও।
এবারের বিপিএলে লিটন খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। স্টেডিয়ামে তাঁর ওপর দর্শকদের দুয়োধ্বনি সামাজিক মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খুব কম মানুষেরই সেটা নজর এড়িয়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ‘আক্রমণের’ ওপর ফ্র্যাঞ্চাইজিটি তাঁর সমর্থনে একটি পোস্ট দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’ রংপুর রাইডার্স লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।’
১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন। সেদিন সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেঞ্চুরিতে রেকর্ড বই তছনছ করে দেন তিনি। তবে ভেন্যু বদলাতেই দেখা গেল লিটনের ভিন্ন রূপ। ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ১৭ বলে করেন ১৩ রান। বাউন্ডারি লাইনে লিটন যখন ফিল্ডিং করছিলেন, হঠাৎ কয়েক জন দর্শক ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। বারবার যখন এমনটা হচ্ছিল, লিটন দর্শকদের দিকে অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকেন।
ঢাকা ক্যাপিটালসের পোস্ট নিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজে বাংলাদেশের এই ব্যাটার লিখেছিলেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’ লিটনকে নিয়ে রংপুর রাইডার্সের পোস্টকেও সাধুবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে