বাংলাদেশ-ভারত ম্যাচে ‘কথার লড়াই’ এখন অন্যতম এক আকর্ষণ। ভেন্যু বদলায়, টুর্নামেন্ট বদলায়, তবু প্রায়ই তর্কে জড়াতে দেখা যায় এশিয়ার দুই প্রতিবেশী দেশের ক্রিকেটারদের। গতকাল কলম্বোতেও বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে কলম্বোর প্রেমাদাসায় গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল। বাংলাদেশের ইনিংসের ২৬তম ওভারের ঘটনা। যুবরাজ সিং দোদিয়ার করা ওভারের দ্বিতীয় বল লেগ সাইডে ঘোরাতে গিয়েছিলেন সৌম্য সরকার। হাওয়ায় ভাসা অবস্থাতেই আপিল করেন যুবরাজ ও উইকেটরক্ষক ধ্রুব জুড়েল। এরপর স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন নিকিন জোস। জোস ক্যাচ ধরার পর আম্পায়ার আউট দিয়ে দেন। আউট ঘোষণার পর জোসের মুষ্টিবদ্ধ উদ্যাপন পছন্দ হয়নি সৌম্যর। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তর্কে জড়ান ভারতীয় ফিল্ডারদের সঙ্গে। বল ব্যাটে লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ ছিল সৌম্যর। ঝগড়া থামাতে এগিয়ে আসতে হয় আম্পায়ারদের।
ফাইনালে উঠতে গতকাল বাংলাদেশের লক্ষ্য ছিল ২১২ রানের। উদ্বোধনী জুটিতেই নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম ৭০ রান যোগ করেছেন। এরপর ৯০ রানে শেষ ১০ উইকেট হারায় বাংলাদেশ। ৫১ রানে জিতে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় ভারত। কলম্বোর প্রেমাদাসার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর থেকেই মূলত ‘যুদ্ধংদেহী অবস্থা’ বাংলাদেশ ও ভারতের। মেলবোর্নে সেই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত ভারতের পক্ষে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। এ ছাড়া ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের স্টাম্পিং আউট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এরপর পচেফস্ট্রুমে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও ছড়িয়েছে আগুন। স্লেজিং তো ছিলই, ম্যাচ শেষে হাতাহাতি হয়েছিল বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত ম্যাচে ‘কথার লড়াই’ এখন অন্যতম এক আকর্ষণ। ভেন্যু বদলায়, টুর্নামেন্ট বদলায়, তবু প্রায়ই তর্কে জড়াতে দেখা যায় এশিয়ার দুই প্রতিবেশী দেশের ক্রিকেটারদের। গতকাল কলম্বোতেও বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে কলম্বোর প্রেমাদাসায় গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল। বাংলাদেশের ইনিংসের ২৬তম ওভারের ঘটনা। যুবরাজ সিং দোদিয়ার করা ওভারের দ্বিতীয় বল লেগ সাইডে ঘোরাতে গিয়েছিলেন সৌম্য সরকার। হাওয়ায় ভাসা অবস্থাতেই আপিল করেন যুবরাজ ও উইকেটরক্ষক ধ্রুব জুড়েল। এরপর স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন নিকিন জোস। জোস ক্যাচ ধরার পর আম্পায়ার আউট দিয়ে দেন। আউট ঘোষণার পর জোসের মুষ্টিবদ্ধ উদ্যাপন পছন্দ হয়নি সৌম্যর। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তর্কে জড়ান ভারতীয় ফিল্ডারদের সঙ্গে। বল ব্যাটে লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ ছিল সৌম্যর। ঝগড়া থামাতে এগিয়ে আসতে হয় আম্পায়ারদের।
ফাইনালে উঠতে গতকাল বাংলাদেশের লক্ষ্য ছিল ২১২ রানের। উদ্বোধনী জুটিতেই নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম ৭০ রান যোগ করেছেন। এরপর ৯০ রানে শেষ ১০ উইকেট হারায় বাংলাদেশ। ৫১ রানে জিতে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় ভারত। কলম্বোর প্রেমাদাসার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর থেকেই মূলত ‘যুদ্ধংদেহী অবস্থা’ বাংলাদেশ ও ভারতের। মেলবোর্নে সেই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত ভারতের পক্ষে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। এ ছাড়া ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের স্টাম্পিং আউট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এরপর পচেফস্ট্রুমে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও ছড়িয়েছে আগুন। স্লেজিং তো ছিলই, ম্যাচ শেষে হাতাহাতি হয়েছিল বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে