নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই নাজমুল হাসান পাপন প্রতিশ্রুতি দিয়েছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজ চূড়ান্ত করবেন। তবে তাঁর অধীনে পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলেও তা আর আলোর মুখ দেখেনি।
এবারের বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার দৌঁড়ে থাকা নাঈমুর রহমান দুর্জয় পরামর্শ দিয়েছেন, টাকা না জমিয়ে এই খাতে অর্থ ব্যয় করতে।
গত ২১ সেপ্টেম্বর বিসিবির দ্বাদশ সভা শেষে পাপন জানিয়েছিলেন, বোর্ডের এফডিআরের টাকার পরিমাণ প্রায় ৯০০ কোটি। অথচ বিপুল অঙ্কের অর্থ জমিয়েও আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে। আর সে কারণেই নাঈমুর এমন প্রশ্ন তুলে পরার্মশ দিয়েছেন।
মিরপুর শেরেবাংলায় আজ পরিচালক পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের দুর্জয় বলেছেন, ‘চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের পর সিলেটেও হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সীমাবদ্ধতা ছিল। সেগুলো এখন নাই। আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা, এফডিআর করাই উন্নয়ন; তাহলে সেটা ভুল।। এই বিষয়গুলো থেকে বেড়িয়ে এসে আঞ্চলিক ক্রিকেট ও একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’
বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দুর্জয়। এই বিভাগে কাজ করতে পেরে সন্তুষ্ট তিনি। সে কারণে পরিচালক হিসেবে অন্য বিভাগে নজর দেননি। দুর্জয় বলেছেন, ‘এইচপি দলকে নিয়ে কাজ করতে পারায় বেশ খুশি। এই জায়গাটিকে অবহেলা করার সুযোগ নেই। অন্য দিকগুলোর মতো এইচপি ক্রিকেটেরও উন্নয়নের প্রয়োজনীয়তা আছে।’
২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই নাজমুল হাসান পাপন প্রতিশ্রুতি দিয়েছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজ চূড়ান্ত করবেন। তবে তাঁর অধীনে পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলেও তা আর আলোর মুখ দেখেনি।
এবারের বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার দৌঁড়ে থাকা নাঈমুর রহমান দুর্জয় পরামর্শ দিয়েছেন, টাকা না জমিয়ে এই খাতে অর্থ ব্যয় করতে।
গত ২১ সেপ্টেম্বর বিসিবির দ্বাদশ সভা শেষে পাপন জানিয়েছিলেন, বোর্ডের এফডিআরের টাকার পরিমাণ প্রায় ৯০০ কোটি। অথচ বিপুল অঙ্কের অর্থ জমিয়েও আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে। আর সে কারণেই নাঈমুর এমন প্রশ্ন তুলে পরার্মশ দিয়েছেন।
মিরপুর শেরেবাংলায় আজ পরিচালক পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের দুর্জয় বলেছেন, ‘চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের পর সিলেটেও হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সীমাবদ্ধতা ছিল। সেগুলো এখন নাই। আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা, এফডিআর করাই উন্নয়ন; তাহলে সেটা ভুল।। এই বিষয়গুলো থেকে বেড়িয়ে এসে আঞ্চলিক ক্রিকেট ও একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’
বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দুর্জয়। এই বিভাগে কাজ করতে পেরে সন্তুষ্ট তিনি। সে কারণে পরিচালক হিসেবে অন্য বিভাগে নজর দেননি। দুর্জয় বলেছেন, ‘এইচপি দলকে নিয়ে কাজ করতে পারায় বেশ খুশি। এই জায়গাটিকে অবহেলা করার সুযোগ নেই। অন্য দিকগুলোর মতো এইচপি ক্রিকেটেরও উন্নয়নের প্রয়োজনীয়তা আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫