Ajker Patrika

ওপেনার রনি-লিটন যখন ‘দাবাড়ু’

ওপেনার রনি-লিটন যখন ‘দাবাড়ু’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ দাবা খেলেই যেন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন দাস ও রনি তালুকদার। 

রনি তাঁর ফেসবুক পেজে লিটনের সঙ্গে দাবা খেলার ভিডিও পোস্ট করেছেন কিছুক্ষণ আগে। বাংলাদেশের টিম হোটেল ‘ডাউনহল হোটেল এন্ড স্পার’ সামনে দাবা খেলেন এই দুই ক্রিকেটার। পা দিয়ে ঠেলে ঘোড়ার আড়াই চাল দিয়েছেন লিটন। এরপর হাতিকে কোনাকুনি সরিয়ে লিটনের ঘোড়ার পাশে এনে রেখেছেন রনি। সাম্প্রতিক সময়ে লিটন-রনির ওপেনিং জুটি বেশ জমে উঠেছে। দাবার গুটিতে যেমন ‘বুদ্ধির খেলায়’ প্রতিপক্ষকে হারাতে হয়, আয়ারল্যান্ডের রণপরিকল্পনা ভেস্তে দিতেই কি না দাবা খেলছেন এই দুই ক্রিকেটার। সুযোগ পেলে আইরিশ বোলিং আক্রমণ নিশ্চিতভাবেই এলোমেলো করে দিতে চাইবেন তাঁরা। 

বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় আগামীকাল হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই ওয়ানডে। সব কটি ম্যাচই হবে চেমসফোর্ডে এবং একই সময়ে শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত