নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড দলের। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই চলে এলেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। এর আগে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলছিলেন তাঁরা।
নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়ায় ব্রিটিশ মুলুক থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে গ্র্যান্ডহোম ও অ্যালেনকে। এই ধকল নিতে চাননি বলেই ইংল্যান্ড থেকে সরাসরি চলে এলেন লাল–সবুজের দেশে।
জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই অলরাউন্ডার গ্র্যান্ডহোম ও টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।
গ্র্যান্ডহোম ও অ্যালেনের মতো নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরাও ২৪ আগস্ট ঢাকায় পৌঁছে একই হোটেল উঠবেন। সবার কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন তাসমান সাগর পাড়ের প্রতিনিধিরা।
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড দলের। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই চলে এলেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। এর আগে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলছিলেন তাঁরা।
নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়ায় ব্রিটিশ মুলুক থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে গ্র্যান্ডহোম ও অ্যালেনকে। এই ধকল নিতে চাননি বলেই ইংল্যান্ড থেকে সরাসরি চলে এলেন লাল–সবুজের দেশে।
জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই অলরাউন্ডার গ্র্যান্ডহোম ও টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।
গ্র্যান্ডহোম ও অ্যালেনের মতো নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরাও ২৪ আগস্ট ঢাকায় পৌঁছে একই হোটেল উঠবেন। সবার কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন তাসমান সাগর পাড়ের প্রতিনিধিরা।
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে