২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পর যেন বদলে দেওয়া এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই ধারাবাহিকভাবে পারফর্ম করছে বাংলাদেশ। ঘরের মাঠ, নিউজিল্যান্ড-সব জায়গাতেই বাংলাদেশ গড়ছে একের পর এক ইতিহাস।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে এসেছেন ২০২৩ সালে। আর নাজমুল হোসেন শান্ত বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে কাজ করছেন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এরপর নানা কারণে সাকিব না থাকায় শান্তর কাঁধে তুলে দেওয়া হয় বাংলাদেশ দলের নেতৃত্ব। বিশ্বকাপের পর বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছে ২টি করে, ওয়ানডে খেলেছে ৩ টি। এই ৭ ম্যাচে শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে ৩ ম্যাচে, হেরেছে ৩ ম্যাচে ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এবার সিলেটে টেস্টে জিতেছে। আর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি জিতে চক্রপূরণ করেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে তিন সংস্করণে জয়ের কীর্তি গড়ে ফেলল বাংলাদেশ।
অধিনায়কত্বের পাশাপাশি শান্ত দারুণ পারফর্মও করছেন। টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিফটি করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ নিয়ে দলকে উইকেট এনে দিতে শান্তর জুড়ি মেলা ভার। অন্যদিকে কোচ হাথুরুসিংহেও তাঁর পরিকল্পনা অনুযায়ী একাদশে ভিন্নতা নিয়ে আসছেন। ‘হাথুরুর প্রিয় ছাত্র’ তকমা পাওয়া সৌম্য সরকার খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। আর ১৬ মাস পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই ম্যাচসেরা হলেন শেখ মেহেদি হাসান। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার আগে আজ গণমাধ্যমকে তাওহীদ হৃদয় বলেন, ‘অবশ্যই। তাদের দুজনের (চন্ডিকা হাথুরুসিংহে ও নাজমুল হোসেন শান্ত) ভূমিকা তো অনেক বড়ই। যেহেতু তাঁরা সবসময়ই দল নিয়ে আলোচনা করে, পরিকল্পনা করে, কখন কোন জিনিসটা করা দরকার দলের ভালোর জন্য। আশা করি, এই পরিকল্পনা সামনে আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারব। আমরা যে প্রক্রিয়ার মধ্যে আছি, প্রক্রিয়াটা ভালোমতো বজায় রাখব আশা করি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সালে দারুণ খেলছে বাংলাদেশ। এ বছর ১৩ ম্যাচে ১০ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরিত্যক্ত ম্যাচ গতকাল মাউন্ট মঙ্গানুইতে হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি। একই মাঠে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। হৃদয় বলেন, ‘দল যখন ভালো ফল করে, তখন সবকিছু ভালো থাকে। আমাদের একটা ভালো জিনিস যে সবাই সবার পাশে আছি। কোচ থেকে শুরু করে সবারই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছুদিন এই সংস্করণে আমরা ভালোও করছি। সেই ধারাবাহিকতা ধরে রাখব।’
২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পর যেন বদলে দেওয়া এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই ধারাবাহিকভাবে পারফর্ম করছে বাংলাদেশ। ঘরের মাঠ, নিউজিল্যান্ড-সব জায়গাতেই বাংলাদেশ গড়ছে একের পর এক ইতিহাস।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে এসেছেন ২০২৩ সালে। আর নাজমুল হোসেন শান্ত বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে কাজ করছেন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এরপর নানা কারণে সাকিব না থাকায় শান্তর কাঁধে তুলে দেওয়া হয় বাংলাদেশ দলের নেতৃত্ব। বিশ্বকাপের পর বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছে ২টি করে, ওয়ানডে খেলেছে ৩ টি। এই ৭ ম্যাচে শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে ৩ ম্যাচে, হেরেছে ৩ ম্যাচে ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এবার সিলেটে টেস্টে জিতেছে। আর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি জিতে চক্রপূরণ করেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে তিন সংস্করণে জয়ের কীর্তি গড়ে ফেলল বাংলাদেশ।
অধিনায়কত্বের পাশাপাশি শান্ত দারুণ পারফর্মও করছেন। টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিফটি করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ নিয়ে দলকে উইকেট এনে দিতে শান্তর জুড়ি মেলা ভার। অন্যদিকে কোচ হাথুরুসিংহেও তাঁর পরিকল্পনা অনুযায়ী একাদশে ভিন্নতা নিয়ে আসছেন। ‘হাথুরুর প্রিয় ছাত্র’ তকমা পাওয়া সৌম্য সরকার খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। আর ১৬ মাস পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই ম্যাচসেরা হলেন শেখ মেহেদি হাসান। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার আগে আজ গণমাধ্যমকে তাওহীদ হৃদয় বলেন, ‘অবশ্যই। তাদের দুজনের (চন্ডিকা হাথুরুসিংহে ও নাজমুল হোসেন শান্ত) ভূমিকা তো অনেক বড়ই। যেহেতু তাঁরা সবসময়ই দল নিয়ে আলোচনা করে, পরিকল্পনা করে, কখন কোন জিনিসটা করা দরকার দলের ভালোর জন্য। আশা করি, এই পরিকল্পনা সামনে আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারব। আমরা যে প্রক্রিয়ার মধ্যে আছি, প্রক্রিয়াটা ভালোমতো বজায় রাখব আশা করি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সালে দারুণ খেলছে বাংলাদেশ। এ বছর ১৩ ম্যাচে ১০ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরিত্যক্ত ম্যাচ গতকাল মাউন্ট মঙ্গানুইতে হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি। একই মাঠে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। হৃদয় বলেন, ‘দল যখন ভালো ফল করে, তখন সবকিছু ভালো থাকে। আমাদের একটা ভালো জিনিস যে সবাই সবার পাশে আছি। কোচ থেকে শুরু করে সবারই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছুদিন এই সংস্করণে আমরা ভালোও করছি। সেই ধারাবাহিকতা ধরে রাখব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫