নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পাল্লেকেলে টেস্টের দুই ইনিংসে দারুণ ব্যাটিং করেও তিন অঙ্কের দেখা পাননি তামিম ইকবাল। প্রথম ইনিংসে সেঞ্চুরি যখন হাতের মুঠোয়, তখন সেটা ফেলে এসেছেন। দ্বিতীয় ইনিংসেও যখন সেঞ্চুরি দৃষ্টিসীমায় উঁকি দিচ্ছিল, তখন নেমেছে আকাশ ভেঙে বৃষ্টি।
সেঞ্চুরি না হলেও অনেক পাওয়ার টেস্টে তামিমের কথাই বেশি হচ্ছে। বাঁহাতি ওপেনারের প্রথম ইনিংসে ৯০ রানের ওই ঝকঝকে ইনিংসটাই যে বদলে দিয়েছিল দলের ড্রেসিংরুমের আবহ। তামিমের এই ইনিংস ভিতের ওপর দাঁড়িয়েই নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। পরে সেই ধারাবাহিকতায় দেশের বাইরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। এঁদের ব্যাটিংয়ে চড়ে বাংলাদেশও উঠে যায় রানের পাহাড়ে। টেস্ট ম্যাচটা ড্র হলেও বাংলাদেশের প্রাপ্তি অনেক। টানা হারের ঘোরে থাকা বাংলাদেশের বিদেশের মাঠে ড্র অবশ্যই বড় অর্জন।
শ্রীলঙ্কায় টিম লিডার হিসেবে যাওয়া কাল খালেদ মাহমুদের কণ্ঠে তাই তামিমস্তুতি, ‘সত্যি বলতে তামিমের দুটো ইনিংসই দুর্দান্ত। প্রথম ইনিংস তো আমাদের পুরো ড্রেসিংরুমের আবহই পরিবর্তন করে দিয়েছে।’ মাহমুদ প্রশংসায় ভাসিয়েছেন মুমিনুল–শান্তদেরও, ‘চাপের মুখে শান্ত যেভাবে নিজেকে মেলে ধরেছে, যেভাবে ব্যাটিং করেছে, নিঃসন্দেহে দারুণ। মুমিনুলও দারুণ ব্যাটিং করেছে। মুশফিক, লিটন দুজনই ভালো সমর্থন দিয়েছে দলকে।’
প্রথম টেস্টে ব্যাটিংসহায়ক উইকেটে খেলা হলেও দ্বিতীয় টেস্টে তেমন হবে না বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেছেন, ‘এরপর আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে। তবে অবশ্যই ন্যাড়া উইকেট হবে না বলে মনে করি। শ্রীলঙ্কা দলও হয়তো পছন্দ করেনি এমন উইকেট।’
ন্যাড়া উইকেট না হলে লঙ্কানরা এবার নিজেদের শক্তি বিবেচনা করে ঘূর্ণির মায়াজালই বিছাতে যাচ্ছে পাল্লেকেলেতে?
ঢাকা: পাল্লেকেলে টেস্টের দুই ইনিংসে দারুণ ব্যাটিং করেও তিন অঙ্কের দেখা পাননি তামিম ইকবাল। প্রথম ইনিংসে সেঞ্চুরি যখন হাতের মুঠোয়, তখন সেটা ফেলে এসেছেন। দ্বিতীয় ইনিংসেও যখন সেঞ্চুরি দৃষ্টিসীমায় উঁকি দিচ্ছিল, তখন নেমেছে আকাশ ভেঙে বৃষ্টি।
সেঞ্চুরি না হলেও অনেক পাওয়ার টেস্টে তামিমের কথাই বেশি হচ্ছে। বাঁহাতি ওপেনারের প্রথম ইনিংসে ৯০ রানের ওই ঝকঝকে ইনিংসটাই যে বদলে দিয়েছিল দলের ড্রেসিংরুমের আবহ। তামিমের এই ইনিংস ভিতের ওপর দাঁড়িয়েই নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। পরে সেই ধারাবাহিকতায় দেশের বাইরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। এঁদের ব্যাটিংয়ে চড়ে বাংলাদেশও উঠে যায় রানের পাহাড়ে। টেস্ট ম্যাচটা ড্র হলেও বাংলাদেশের প্রাপ্তি অনেক। টানা হারের ঘোরে থাকা বাংলাদেশের বিদেশের মাঠে ড্র অবশ্যই বড় অর্জন।
শ্রীলঙ্কায় টিম লিডার হিসেবে যাওয়া কাল খালেদ মাহমুদের কণ্ঠে তাই তামিমস্তুতি, ‘সত্যি বলতে তামিমের দুটো ইনিংসই দুর্দান্ত। প্রথম ইনিংস তো আমাদের পুরো ড্রেসিংরুমের আবহই পরিবর্তন করে দিয়েছে।’ মাহমুদ প্রশংসায় ভাসিয়েছেন মুমিনুল–শান্তদেরও, ‘চাপের মুখে শান্ত যেভাবে নিজেকে মেলে ধরেছে, যেভাবে ব্যাটিং করেছে, নিঃসন্দেহে দারুণ। মুমিনুলও দারুণ ব্যাটিং করেছে। মুশফিক, লিটন দুজনই ভালো সমর্থন দিয়েছে দলকে।’
প্রথম টেস্টে ব্যাটিংসহায়ক উইকেটে খেলা হলেও দ্বিতীয় টেস্টে তেমন হবে না বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেছেন, ‘এরপর আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে। তবে অবশ্যই ন্যাড়া উইকেট হবে না বলে মনে করি। শ্রীলঙ্কা দলও হয়তো পছন্দ করেনি এমন উইকেট।’
ন্যাড়া উইকেট না হলে লঙ্কানরা এবার নিজেদের শক্তি বিবেচনা করে ঘূর্ণির মায়াজালই বিছাতে যাচ্ছে পাল্লেকেলেতে?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫